kalerkantho


চীনের প্রবৃদ্ধি সংযম এবং অসম বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার

৩১ মার্চ, ২০১৬ ০০:০০চীনের প্রবৃদ্ধি সংযম এবং অসম বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার

চীনের প্রবৃদ্ধি সংযম এবং অসম বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার এশিয়ার সার্বিক অর্থনীতিতে প্রভাব ফেলছে। অভ্যন্তরীণ পণ্য চাহিদা কমেছে চীনের, শিল্পের অনেক খাতে অতিরিক্ত সক্ষমতা এবং মজুরি বেড়ে যাওয়া দেশটির অর্থনীতিতে অব্যাহতভাবে নেতিবাচক প্রভাব ফেলবে। যা পুরো এশিয়ার জন্য ক্ষতিকর হবে। শেং-জি উই প্রধান অর্থনীতিবিদ এডিবি


মন্তব্য