kalerkantho


দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি হবে ৬.৯ শতাংশ

বাণিজ্য ডেস্ক   

৩১ মার্চ, ২০১৬ ০০:০০দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি হবে ৬.৯ শতাংশ

বৈশ্বিক অনিশ্চয়তা এবং চীনের শ্লথ প্রবৃদ্ধি প্রভাব ফেলেছে এশিয়ার অর্থনীতিতে। ফলে এ বছরও কমবে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি। গতকাল বুধবার সর্বশেষ অর্থনৈতিক পূর্বাভাসে এমনটি জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। সংস্থা জানায়, এ বছর উন্নয়নশীল এশিয়ার প্রবৃদ্ধি আসবে ৫.৭ শতাংশ এবং আগামী বছরও একই প্রবৃদ্ধি থাকবে। গত বছর এ অঞ্চলের প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল ৫.৯ শতাংশ। ডিসেম্বরে দেওয়া পূর্বাভাসে এডিবি বলেছিল, ৪৫ দেশের এ অঞ্চলে প্রবৃদ্ধি আসবে ৬.০ শতাংশ। কিন্তু সর্বশেষ পূর্বাভাসে তা আরো কমিয়ে দেওয়া হলো। এর কারণ হিসেবে এডিবির প্রধান অর্থনীতিবিদ শেং-জি উই বলেন, চীনের প্রবৃদ্ধি সংযম এবং অসম বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার এশিয়ার সার্বিক অর্থনীতিতে প্রভাব ফেলছে। তিনি বলেন, অভ্যন্তরীণ পণ্য চাহিদা কমেছে চীনের, শিল্পের অনেক খাতে অতিরিক্ত সক্ষমতা এবং মজুরি বেড়ে যাওয়া দেশটির অর্থনীতিতে অব্যাহতভাবে নেতিবাচক প্রভাব ফেলবে।

এডিবির পূর্বাভাসে বলা হয়, বিশ্বে দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক দেশ চীনের প্রবৃদ্ধি এ বছর কমে হবে ৬.৫ শতাংশ, যেখানে ২০১৫ সালে এ প্রবৃদ্ধি ছিল ৬.৯ শতাংশ। এমনকি আগামী ২০১৭ সালেও এ দেশটির প্রবৃদ্ধি কমে হবে ৬.৩ শতাংশ। ডিসেম্বরে দেওয়া পূর্বাভাসে এডিবি বলেছিল, এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে ৬.৭ শতাংশ। এডিবি জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার পাশাপাশি অন্য অনেক পণ্যের দাম কমে যাওয়ায় সেটিও এশিয়ার পণ্যনির্ভর অনেক দেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছে।

এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনৈতিক দেশ ভারতের প্রবৃদ্ধিও এ বছর কমে হবে ৭.৪ শতাংশ, যা গত বছর ছিল ৭.৬ শতাংশ। তবে ২০১৭ সালে এ দেশটির অর্থনীতি আবারও জোরালো প্রবৃদ্ধিতে ফিরবে। ওই বছর প্রবৃদ্ধি হবে ৭.৮ শতাংশ।

এডিবি জানায়, এ বছর দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রবৃদ্ধি আসবে ৬.৯ শতাংশ। ২০১৭ সালে তা বেড়ে হবে ৭.৩ শতাংশ। গত বছর এ অঞ্চলের প্রবৃদ্ধি ছিল ৭.০ শতাংশ।


মন্তব্য