kalerkantho


ইজিএমে রুবেল আজিজ

আইএফসির সঙ্গে অংশীদারিত্বে শক্তিশালী হবে সিটি ব্যাংক

বাণিজ্য ডেস্ক   

২৯ মার্চ, ২০১৬ ০০:০০ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে অংশীদারত্ব সিটি ব্যাংককে আরো শক্তিশালী করে তুলবে বলে মন্তব্য করেছেন ব্যাংকটির চেয়ারম্যান রুবেল আজিজ। তিনি বলেন, এই সম্পর্ক পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগকারীদের অধিকতর আত্মবিশ্বাসী ও ভবিষ্যৎ প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

গত রবিবার সিটি ব্যাংকের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এসব কথা বলেন ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ। ইজিএমে আইএফসি কর্তৃক সিটি ব্যাংকের ৫ শতাংশ শেয়ারে বিনিয়োগ এবং দুই কোটি ইউএস ডলার সমপরিমাণ সাধারণ শেয়ারে রূপান্তরযোগ্য ঋণ সুবিধা শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। গাজীপুরের ভাওয়াল রিসোর্টে অনুষ্ঠিত ইজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ। এতে পরিচালক দীন মোহাম্মদ, রাজিবুল হক চৌধুরী, হোসেন মেহমুদ এবং এমডি সোহেল আর কে হুসেইনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।


মন্তব্য