kalerkantho


বসুন্ধরা সিমেন্টের নির্মাণ কর্মশালা

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর   

২৮ মার্চ, ২০১৬ ০০:০০বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ময়মনসিংহের ভালুকায় নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় ৭৫ জন রাজমিস্ত্রি অংশ নেন। কর্মশালায় রাজমিস্ত্রিদের নির্মাণশিল্পে ব্যবহৃত ইট, সুরকি, সিমেন্ট ও রডসহ বিভিন্ন পণ্যের গুণগত মান, সঠিক পরিমাপ ও প্রয়োগের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া ভবন নির্মাণে সতর্কতামূলক নানা বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় বৈশাখী হাইওয়ে রেস্তোরাঁয় গতকাল ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। বসুন্ধরা সিমেন্টের পরিবেশক মেসার্স হায়দার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হায়দার আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের এজিএম প্রকৌশলী মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক (ঢাকা-৩) লুত্ফুল হক খসরু।

প্রকৌশলী তৌফিকুল ইসলাম বলেন, ‘সিমেন্টশিল্পে বাংলাদেশের সর্বোচ্চ উৎপাদনক্ষম আধুনিক কারখানা রয়েছে একমাত্র বসুন্ধরা সিমেন্টের।


মন্তব্য