kalerkantho


পদত্যাগ করতে যাচ্ছেন সিইও মাইক পিয়ারসন

২৪ মার্চ, ২০১৬ ০০:০০পদত্যাগ করতে যাচ্ছেন সিইও মাইক পিয়ারসন

পদত্যাগ করতে যাচ্ছেন কানাডার বহুজাতিক ওষুধ কম্পানি ভ্যালিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সিইও মাইক পিয়ারসন। আর্থিক অনিয়মের অভিযোগে কম্পানির ব্যবসা ও আর্থিক প্রতিবেদনের ওপর তদন্ত চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে এ বছর শেয়ারবাজারেও কম্পানির দরপতন ঘটেছে ৭৩ শতাংশ। এমন পরিস্থিতিতে কম্পানির বোর্ড পিয়ারসনের চলে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে নতুন সিইও পাওয়া পর্যন্ত তিনি থাকছেন। মাইক পিয়ারসন সিইও, ভ্যালিয়েন্ট ফার্মা


মন্তব্য