kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


পদত্যাগ করলেন অস্ট্রেলিয়া স্টক এক্সচেঞ্জের প্রধান

বাণিজ্য ডেস্ক   

২২ মার্চ, ২০১৬ ০০:০০অস্ট্রেলিয়া সিকিউরিটিজ এক্সচেঞ্জের সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছেন এলমের ফুংকে কুপার। কম্বোডিয়ায় গেমিং কম্পানি ট্যাবকর্পের লাইসেন্স পেতে দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের পরিবারকে ঘুষ দেওয়ার অভিযোগ তদন্তের মধ্যেই এ সিদ্ধান্ত নিলেন তিনি। ২০১১ সালে অস্ট্রেলিয়া সিকিউরিটিজ এক্সচেঞ্জের প্রধান নির্বাহীর দায়িত্ব নেন এলমের। এর আগে তিনি ট্যাবকর্পের সিইও ছিলেন। এলমের বিরুদ্ধে অভিযোগ, ট্যাবকর্পের সিইও থাকাকালে তিনি কম্বোডিয়ায় কম্পানিটির লাইসেন্স পেতে দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের পরিবারকে দুই লাখ ডলার ঘুষ দেন।


মন্তব্য