kalerkantho


বিদ্যুৎ সক্ষমতা বাড়াতে পিজিসিবি ও এনার্জিপ্যাকের মধ্যে চুক্তি

বাণিজ্য ডেস্ক   

১৬ মার্চ, ২০১৬ ০০:০০বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বাড়াতে তিনটি সাবস্টেশনে নতুন ট্রান্সফরমার বসানোর উদ্যোগ নিয়েছে পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। আগামী চার মাসের মধ্যে গাজীপুরের টঙ্গী, কবিরপুর ও নোয়াখালীর চৌমুহনীর সাবস্টেশনে মোট চারটি ট্রান্সফরমার বসানো হবে। এ লক্ষ্যে গত ১০ মার্চ এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে একটি চুক্তি করেছে পিজিসিবি।

অনুষ্ঠানে পিজিসিবির পক্ষে কম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং এনার্জিপ্যাকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার রবিউল আলম চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিজিসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকউল্লাহ, নির্বাহী পরিচালক (পিএ-ডি) চৌধুরী আলমগীর হোসেন, নির্বাহী পরিচালক (ওএ-এম) মো. এমদাদুল ইসলামসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তিপত্রে বলা হয়, আগামী চার মাসের মধ্যে টঙ্গী সাবস্টেশনে ৫০/৭৫ এমভিএ ক্ষমতাসম্পন্ন দুটি, কবিরপুর সাবস্টেশনে ৮০/১২০ এমভিএ ক্ষমতাসম্পন্ন একটি এবং চৌমুহনী সাবস্টেশনে ৮০/১২০ এমভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার বসানোর কাজ সম্পন্ন করবে এনার্জিপ্যাক।


মন্তব্য