kalerkantho


ক্যান্সার হাসপাতাল করতে যাচ্ছে এএফসি হেলথ

বাণিজ্য ডেস্ক   

১৫ মার্চ, ২০১৬ ০০:০০বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল করবে এএফসি হেলথ লিমিটেড (এএফসিএইচ)। এ উপলক্ষে গত ১০ মার্চ এএফসিএইচ এবং ক্যান্সার ট্রিটমেন্ট সার্ভিসেস ইনস্টিটিউট (সিটিএসআই) সমঝোতায় আসে। সিটিএসআইর অঙ্গপ্রতিষ্ঠান আমেরিকান অনকোলজি ইনস্টিটিউটের (এওআই) সহযোগিতায় উদীয়মান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এএফসি হেলথের মালিকানায় ও তত্ত্বাবধানে এই হাসপাতাল পরিচালিত হবে। বিশেষভাবে দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন দেশি-বিদেশি কনসালট্যান্ট এবং সর্বাধুনিক চিকিত্সা প্রযুক্তির মাধ্যমে এই বিশেষায়িত হাসপাতালটি বন্দরনগরী চট্টগ্রামে বিশ্বমানের ক্যান্সার চিকিত্সা প্রদান করবে। চলতি বছরই ২০০ শয্যাবিশিষ্ট টারশিয়ারি লেভেলের এই হাসপাতালের কাজ শুরু হবে। এ নিয়ে গতকাল রাজধানীর এক হোটেলে উভয় পক্ষের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়।

সিটিএসআইর প্রেসিডেন্ট এবং সিইও জোসেফ এ নিকোলাস এবং এএফসি হেলথের ডিরেক্টর অপারেশনস সাইদুল আমিন চুক্তিতে স্বাক্ষর করেন। হংকংভিত্তিক ওসাইরিস এশিয়া ইমপ্যাক্ট ফান্ডের সিইও জ্যাসন বাজাজ, এএফসি হেলথের চেয়ারম্যান এ বি এম গোলাম মোস্তফা, এমডি এস এম সাইফুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


মন্তব্য