kalerkantho


প্রিমিয়াম ডিভাইস তৈরিতে হুয়াওয়ের অংশীদারি

বাণিজ্য ডেস্ক   

১৫ মার্চ, ২০১৬ ০০:০০মোবাইল ইকোসিস্টেম, পেমেন্ট, সাউন্ড ও ফ্যাশনেবল ইলেকট্রনিক ডিভাইস তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কথা জানিয়েছে হুয়াওয়ে। এম২ ট্যাবলেটের কথা বলতে গিয়ে প্রতিষ্ঠানটি জানায়, ১০ ইঞ্চি ডিসপ্লের ট্যাবলেটটিতে উন্নত সাউন্ড, ফিচার দেওয়ার লক্ষ্যে বিখ্যাত হারম্যান/কার্ডোনের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।

এদিকে সার্চ জায়ান্ট গুগলের সঙ্গে মিলে নতুন গোল্ড সংস্করণের নেক্সাস ৬পি উন্মোচন করেছে হুয়াওয়ে। নতুন এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম, ৫.৭ ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে, ৩ গিগাবাইট র‌্যাম এবং ৩২/৬৪/১২৮ গিগাবাইট রম।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অব ডিভাইস বিজনেস ইংমার ওয়্যাং বলেন, ‘আমরা আমাদের গ্রাহকদের বাজারের অন্যান্য ব্র্যান্ডের তুলনায় সেরা পণ্য ব্যবহারের সুযোগ করে দিতেই এ উদ্যোগ নিয়েছি।’


মন্তব্য