kalerkantho


মিথ্যা ঘোষণায় আমদানিতে ৭০ লাখ টাকার শুল্ক ফাঁকি

নিজস্ব প্রতিবেদক   

১৫ মার্চ, ২০১৬ ০০:০০



মেশিনারিজ ও এসি মোটর আমদানির ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির মাধ্যমে আনা হয়েছে ফ্যান মোটর। গতকাল সোমবার আমদানিকৃত দুই কনটেইনার ফ্যানের মোটর জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মিথ্যা ঘোষণায় আমদানিকৃত পণ্যে ৭০ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। গতকাল কমলাপুর আইসিডি পোর্ট থেকে কনটেইনার দুটি জব্দ করেন শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান কালের কণ্ঠকে বলেন, সিএনএফ এজেন্ট নূর ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে শাহিদুল এন্টারপ্রাইজ ও আল আমিন ইলেট্রনিক পণ্যগুলো আমদানি করে। এখানে ক্যাপিটাল মেশিনারিজ ও এসি মোটর আমদানির ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি দেয়। ক্যাপিটাল মেশিনারিজ ও এসি মোটর আমদানিতে ১ শতাংশ শুল্ক পরিশোধ করতে হয়। কিন্তু ফ্যান মোটর আমদানিতে ১৩১ শতাংশ শুল্ক দিতে হয়। শুল্ক ফাঁকি দিতেই মিথ্যার ঘোষণা দেওয়া বলে জানান শুল্ক গোয়েন্দা প্রধান।

মহাপরিচালক আরো বলেন, আমদানিকৃত পণ্যের প্রকৃত মূল্য এক কোটি ৫০ লাখ টাকা। এতে মিথ্যা ঘোষণা দিয়ে ৭০ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মইনুল খান।


মন্তব্য