kalerkantho


বিজিএমইএ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক   

১৫ মার্চ, ২০১৬ ০০:০০বিজিএমইএ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে

তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ প্রথমবারের মতো আন্তগার্মেন্টস ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে। ‘বিজিএমইএ কাপ ২০১৬’ নামে এই প্রতিযোগিতা শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। চলবে ১ এপ্রিল পর্যন্ত।

গতকাল সোমবার বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান। এ সময়  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ নাসির, ফেরদৌস পারভেজ ভিবন প্রমুখ।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি জানান, তৈরি পোশাকশিল্পের প্রতিষ্ঠান ও কর্মীদের মধ্যে সৌহার্দ্য বাড়াতে প্রথমবারের মতো এই আয়োজন করছে বিজিএমইএ। এতে পোশাক খাতের ১২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল টার্কিশ হোপের মাঠে গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। আর আগামী ১ এপ্রিল চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। বিজিএমইএর আশা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।


মন্তব্য