kalerkantho

কর্পোরেট কর্নার

১৪ মার্চ, ২০১৬ ০০:০০‘আমার অ্যাকাউন্ট’ নামে একটি নতুন সেবা চালু করেছে আইএফআইসি ব্যাংক। ব্যতিক্রমী এই সেবায় সঞ্চয় ও ঋণসহ সব ধরনের ব্যাংকিং সেবা একই অ্যাকাউন্টে পরিচালিত হবে। গত শনিবার আইএফআইসি ব্যাংক টাওয়ারে নতুন এই সেবাটির উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও শাহ এ সারওয়ার। উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও চিফ রিস্ক অফিসার এম এম হাইকেল হাশমীসহ অন্য কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।


রাজধানীর মৌচাকে ইউনিয়ন মাহবুবা গার্ডেনে মেঘনা ব্যাংকের এটিএম বুথ ‘মেঘনা এনিটাইম’ উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিইও মোহাম্মদ নূরুল আমিন। সংবাদ বিজ্ঞপ্তি।


রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় ‘ব্যবসায়িক সম্মেলন-২০১৬’ অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিনসহ ব্যাংকের কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।


জাপানের শার্প করপোরেশন, ফুজিত্সু জেনারেল ও মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাংলাদেশের একমাত্র পরিবেশক এসকোয়্যার ইলেকট্রনিকস সম্প্রতি টাঙ্গাইলের ময়মনসিংহ রোডে সালমা টাওয়ারে নিজস্ব শোরুম উদ্বোধন করে। কম্পানির এমডি আরিফুর রহমান ওই শোরুমটি উদ্বোধন করেন। সংবাদ বিজ্ঞপ্তি


আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৫২৬তম সভায় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল মালেক মোল্লা, কমিটির সদস্য নাজমুল আহসান খালেদসহ সংশ্লিষ্ট নির্বাহীরা। সংবাদ বিজ্ঞপ্তি।


ব্যাংক এশিয়া করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়ায় ১৯ জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করেছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও আঞ্চলিক প্রধান মোহাম্মেদ রোশাঙ্গীর গত শনিবার উপজেলা মিলনায়াতনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির টাকা তুলে দেন


ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের বার্ষিক ব্যবসায় পর্যালোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ১৯১টি শাখাকে ১৩ গ্রুপে ভাগ করে দেশের ১৩টি এলাকায় একই সঙ্গে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে ব্যবসায় পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াসিফ আলী খান। সংবাদ বিজ্ঞপ্তি


প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০১৫ কক্সবাজারের সায়মন বিচ রিসোর্টে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম


 


মন্তব্য