kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


ফরিদপুরে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি   

১৩ মার্চ, ২০১৬ ০০:০০বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বোয়ালমারী উপজেলার ডাকবাংলোয় এ রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় বিপণন ব্যবস্থাপক কে এম ইফতেখার মাহমুদ। বসুন্ধরা সিমেন্টের স্থানীয় পরিবেশক শহিদুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন। এ সময় বক্তব্য দেন বসুন্ধরা সিমেন্টের ফরিদপুরের এরিয়া ম্যানেজার মো. হাফিজুর ইসলাম, এজাজুল করিম মঞ্জু প্রমুখ।

এ ছাড়া আয়োজনের অন্য পর্বে ছিল রাজমিস্ত্রিদের মুক্ত আলোচনা। আর আকর্ষণীয় বিষয় ছিল উন্নতমানের পুরস্কারসহ লাকি ড্র। শেষ পর্বে সবার জন্য ছিল নৈশভোজ।


মন্তব্য