kalerkantho


পুঁজিবাজারে আসছে অ্যাপোলো হাসপাতাল

৭ মার্চ, ২০১৬ ০০:০০পুঁজিবাজারে আসছে অ্যাপোলো হাসপাতাল। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শিগগিরই অর্থ সংগ্রহ শুরু হবে। এ উদ্দেশে সম্প্রতি অ্যাপোলো হাসপাতাল ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং এএফসি ক্যাপিটালের মধ্যে ম্যানেজার টু দ্য ইস্যু চুক্তি স্বাক্ষরিত হয়। ওই ইস্যুতে রেজিস্টার টু দ্য ইস্যু হিসেবে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট দায়িত্ব পালন করছে। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ইফতেখার-উজ-জামান, অ্যাপোলো হাসপাতালের এমডি খন্দকার মনিরুল ইসলাম, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, এএফসি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব এইচ মজুমদার উপস্থিত ছিলেন।


মন্তব্য