kalerkantho


হবিগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ সম্মেলন

বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধ নিয়ে আলোচনা

হবিগঞ্জ প্রতিনিধি   

৬ মার্চ, ২০১৬ ০০:০০বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধ নিয়ে আলোচনা

মানি লন্ডারিং বিষয়ে সম্মেলনে বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : কালের কণ্ঠ

দ্বিতীয় দিনের মতো চলছে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীতে মানি লন্ডারিং প্রতিরোধ সম্মেলন। সম্মেলনে দেশের ৫৬টি বাণিজ্যিক ব্যাংকের প্রধান তাঁদের মতামত পেশ করেন। বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং এবং ব্যাংকের করণীয় শীর্ষক এই সেশনে কাস্টমের ভূমিকা, ঝুঁকি ব্যবস্থাপনা গাইডলাইন বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়।

শনিবার সকালে বাংলাদেশ ব্যাংকের জিএম দেবপ্রদ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রেজা হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নৌশাদ আলী।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান রবিবার সকালে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করবেন। ‘বাংলাদেশ থেকে অবৈধ তহবিল প্রবাহ বন্ধ : বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিংয়ে বিশেষ গুরুত্বারোপ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে তিন দিনব্যাপী সম্মেলনে ব্যাংকের ১৫০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এটি ১২তম মানি লন্ডারিং প্রতিরোধ সম্মেলন।


মন্তব্য