kalerkantho


নারী উদ্যোক্তাদের এসএমই ঋণ দিল ন্যাশনাল ব্যাংক

বাণিজ্য ডেস্ক   

৪ মার্চ, ২০১৬ ০০:০০ন্যাশনাল ব্যাংকের কুয়াকাটা শাখা পাঁচজন আদি নৃ-গোষ্ঠী রাখাইন নারী উদ্যোক্তাকে এসএমই ঋণ প্রদান করেছে। সম্প্রতি দিনব্যাপী ‘আদি নৃ-গোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের দারিদ্র্য নিরসন ও অবক্ষয় রোধ’ বিষয়ক আলোচনা সভা এবং কুয়াকাটায় বসবাসরত আদি নৃ-গোষ্ঠী রাখাইনদের জীবন-জীবিকার মানোন্নয়নের লক্ষ্যে সরাসরি ক্ষুদ্রঋণ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ‘আলো আলো ফাউন্ডেশন’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম উপস্থিত ছিলেন।


মন্তব্য