kalerkantho


আগেই ইনফো-সরকার-২ প্রকল্প শেষ করল সামিট

নিজস্ব প্রতিবেদক   

৩ মার্চ, ২০১৬ ০০:০০তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বাংলা গভ. নেট এবং ইনফো-সরকার প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী অপটিক্যাল ফাইবার টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণ করছে সরকার। সম্প্রতি সামিট কমিউনিকেশন্স লিমিটেড সরকারের নির্ধারিত সময়ের আগেই বাস্তবায়ন করল ইনফো-সরকার প্রকল্প-২। এই প্রকল্পের আওতায় সামিট কমিউনিকেশন্স ১৪টি জেলা এবং ৯৬টি উপজেলায় তিন হাজার ৬৫০টি সংযোগ সফলভাবে সম্পন্ন করে। এই অবকাঠামো ব্যবহার করে সরকার প্রতিটি জেলা ও উপজেলায় সরকারি অফিসগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য অত্যাধুনিক অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নিশ্চিত করল।

এ উপলক্ষে মঙ্গলবার রাতে সামিট কমিউনিকেশন্স রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সচিব শ্যাম সুন্দর সিকদার, সামিট কমিউনিকেশন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও পরিচালক ফরিদ খান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ আল ইসলাম প্রমুখ।


মন্তব্য