kalerkantho


খাদ্যপণ্যের দাম ৮% বেড়েছে বিশ্ববাজারে

বাণিজ্য ডেস্ক   

২১ জানুয়ারি, ২০১৮ ০০:০০২০১৭ সালে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আগের বছরের চেয়ে বেড়েছে ৮.২ শতাংশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সর্বশেষ প্রতিবেদনে জানায়, গত বছর খাদ্যপণ্যের গড় সূচক ছিল ১৭৪.৬ পয়েন্ট, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ বার্ষিক গড়। তবে ডিসেম্বর মাসে এফএওর খাদ্য সূচক ছিল ১৬৯.৮ পয়েন্ট, যা আগের মাস নভেম্বরের চেয়ে ৩.৩ শতাংশ কম।

প্রতিবেদনে বলা হয়, ভোজ্য তেল ও দুগ্ধপণ্যের দাম কমায় মাসিক হিসাবে খাদ্যপণ্যের দাম নিম্নমুখী। তবে পুরো বছরের হিসাবে চিনি ছাড়া প্রায় সব পণ্যেরই দাম বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে দুগ্ধপণ্যের দাম। ২০১৭ সালে আবশ্যকীয় এ খাদ্যপণ্যের দাম বেড়েছে ৩১.৫ শতাংশ।

এ ছাড়া গত এক বছরে ভোজ্য তেলের দাম বেড়েছে ৩ শতাংশ, খাদ্যশস্যের দাম বেড়েছে ৩.২ শতাংশ এবং মাংসের দাম বেড়েছে ৯ শতাংশ। এর বিপরীতে ২০১৭ সালে চিনির দাম আগের বছরের তুলনায় কমেছে ১১.২ শতাংশ। মূলত সরবরাহ বৃদ্ধির বিপরীতে আমদানি কমায় বিশ্ববাজারে এ বছর টানা কমেছে চিনির দর। এফএওর মতে, বিশ্বের সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ ব্রাজিলে ব্যাপক আবাদের কারণে চিনির দাম কমেছে। আইএসও পূর্বাভাস অনুযায়ী, চলতি মৌসুমে বৈশ্বিক চিনি উৎপাদনের পরিমাণ ১৯ কোটি ১১ লাখ ৪০ হাজার টন হবে। আগের মৌসুমের তুলনায় এ মৌসুমে চিনি উৎপাদন বাড়তে পারে ১২ লাখ ৩০ হাজার টন। উৎপাদন বাড়বে ব্রাজিল, থাইল্যান্ড, ভারত, ফিলিপাইন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে।মন্তব্য