kalerkantho


এসআইবিএল ফাউন্ডেশনের উদ্যোগ

ঢাকায় চিকিৎসা দিলেন ভারতের বিশেষজ্ঞরা

বাণিজ্য ডেস্ক   

৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ঢাকায় চিকিৎসা দিলেন ভারতের বিশেষজ্ঞরা

ভারতীয় চিকিত্সকদের সঙ্গে এসআইবিএলের চেয়ারম্যান মেজর (অব.) ডা. মো. রেজাউল হকসহ অন্যরা

সম্প্রতি এসআইবিএল ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ঢাকায় এসে চিকিৎসাসেবা দিয়েছেন ভারতের চেন্নাইয়ের অর্থোপেডিক ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডা. সেনথিল ভিলান আর। তিনি সিনিয়র কনসালট্যান্ট, অর্থোপেডিক ও রিপ্লেসমেন্ট সার্জারি, ফরটিস মালার হাসপাতাল, চেন্নাই।

এ ছাড়া চেন্নাইয়ের বিখ্যাত গাইনোকোলজিস্ট, ইনফার্টিলিটি ও টেস্টটিউব বেবি বিশেষজ্ঞ ডা. গীথা হরিপ্রিয়াও (বন্ধ্যাত্ব ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ) চিকিৎসাসেবা দেন। তিনি চেয়ারপারসন অ্যান্ড সিনিয়র কনসালট্যান্ট, অবস্টেট্রিশিয়ান, গাইনোকোলজি ও রিপ্রডাক্টিভ মেডিসিন, প্রসান্ত ফার্টিলিটি রিসার্চ সেন্টার, চেন্নাই। এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালে তাঁরা দিনব্যাপী শতাধিক রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সোস্যাল ইসলামী ব্যাংক এবং এসআইবিএল ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) ডা. মো. রেজাউল হক এবং এসআইবিএল ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের এমডি ডা. লিলি আমিন। ডা. সেনথিল ভিলান আর হাঁটু রিপ্লেসমেন্ট, ভিডিও অ্যাসিস্টেড কি-হোল হাঁটু সার্জারি, হিপ রিপ্লেসমেন্ট, পা রিকন্সট্রাকশন, অর্থোস্কপিক নি-সার্জারি, অর্থোপ্লাস্টি, সোল্ডার, এলবো ও রিস্ট সার্জারি, মাইক্রো ডিক্সটমি, ট্রমা ও স্পাইনাল সার্জারি চিকিৎসায় অভিজ্ঞ এবং এ ধরনের রোগীদের চিকিৎসা প্রদান করেন।মন্তব্য