kalerkantho


শিক্ষার্থীদের কিস্তিতে ল্যাপটপ দেবে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক   

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০শিক্ষার্থীদের ৫ শতাংশ মূল্য ছাড়ে ল্যাপটপ দেবে ওয়ালটন। এ ছাড়া দুই থেকে তিন বছরের সহজ কিস্তিতে তাদের কাছে ল্যাপটপ বিক্রি করা হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে ল্যাপটপ বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিস সভাপতি মোস্তাফা জব্বার, ওয়ালটন গ্রুপ পরিচালক এস এম রেজাউল আলম, ইন্টেল করপোরেশনের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মঞ্জুর, মাইক্রোসফট প্রতিনিধি মিস্টার পুবুদো বাসনায়েকে। সভাপতিত্ব করেন ওয়ালটন গ্রুপের এমডি এস এম শামসুল আলম।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গেলেও আইসিটি খাতের অগ্রগতি সবচেয়ে উল্লেখযোগ্য। পৃথিবীতে ৪০ শতাংশ মানুষের হাতে কম্পিউটার পৌঁছেছে। আমাদের দেশে এ হার অনেক বেশি, ৭০-৮০ শতাংশের কাছে পৌঁছেছে। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বর্তমানে বছরে প্রায় ছয় লাখ ল্যাপটপ বাংলাদেশে আমদানি করা হয়। আগামী পাঁচ-সাত বছরে সেটি ১২ লাখে দাঁড়াবে।’


মন্তব্য