kalerkantho


‘মংলা এখন লাভজনক’

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি   

৬ মার্চ, ২০১৬ ০০:০০চট্টগ্রাম বন্দর বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। আমাদের লক্ষ্য ছিল ২০১৬ সালের মধ্যে ২০ লাখ টিইউইএস কনটেইনার হ্যান্ডলিং। কিন্তু চট্টগ্রাম বন্দর তার সক্ষমতার মাধ্যমে এক বছর আগেই লক্ষ্যমাত্রায় পৌঁছে গেছে। এ ছাড়া ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মংলা সমুদ্রবন্দর শুধু লোকসান করেছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মংলা সমুদ্রবন্দর লাভজনক হয়েছে। ২০১৪ সালে ৬০ কোটি টাকা এবং ২০১৫ সালে ৭০ কোটি টাকা লাভ করেছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিহাস।’

গতকাল শনিবার চট্টগ্রামের বোয়ালখালীতে এফএমসি ডকইয়ার্ডে দুটি জাহাজ নির্মাণসহ তিনটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান এ কথা বলেন। এ সময় নৌমন্ত্রী দুই হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ২০টি ড্রেজার ডিপিএম পদ্ধতির পরিবর্তে ওপিএম পদ্ধতিতে সংগ্রহ করার ঘোষণা দেন।

এফএমসি ডকইয়ার্ডের সিইও মো. ইয়াছিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়, বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোহাম্মদ মোজাম্মেল হক ও বিআইডাব্লিউটিসির চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান।


মন্তব্য