kalerkantho

টুকরো টিপস

বাসের বেপরোয়া গতি এবং চালকের অসতর্কতার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই সমস্যা থেকে বের হয়ে আসতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। এ বিষয়ে ঘোড়ার ডিমের পক্ষ থেকে কিছু টুকরো টিপস। লিখেছেন আফরীন সুমু, এঁকেছেন মাসুম

১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০টুকরো টিপস

প্রযুক্তির উন্নয়নের ফলে আধুনিক ও দ্রুতগতিসম্পন্ন ইঞ্জিন আবিষ্কৃত হয়েছে। কিন্তু দুর্ঘটনা এড়াতে বাসগুলোতে আধুনিক ইঞ্জিন বদলে মান্ধাতা আমলের ইঞ্জিন লাগিয়ে দেওয়া যেতে পারে। এতে করে ড্রাইভাররা চাইলেও গতি বাড়াতে পারবে না।


বাসে ড্রাইভারের স্ত্রীকে রাখা যেতে পারে। স্ত্রীর ভয়ে তারা ঠিকঠাক ড্রাইভ করবে।


গতি কমাতে স্পিডব্রেকার হতে পারে ভালো সমাধান। রাস্তাগুলোতে প্রতি এক গজ পর পর স্পিডব্রেকার থাকলে ড্রাইভারের ওস্তাদের সাধ্য নেই ইচ্ছামতো গতি বাড়ায়।


ওভারটেক প্রতিরোধে বাসের জন্য একমুখী সরু লেন করা যেতে পারে। যেখানে কোনোক্রমেই দুটি বাস পাশাপাশি চলতে পারবে না।


অটো শাটডাউন সিস্টেম চালু করা যেতে পারে। এ সিস্টেমে ড্রাইভিংয়ে কোনো উল্টাপাল্টা দেখলেই অটোমেটিক ইঞ্জিন বন্ধ হয়ে যাবে।


কোনো কিছুতেই কাজ না হলে সর্বশেষ উপায় হিসেবে বাসের বিলুপ্তি ঘটানো যেতে পারে। কারণ, বাস না থাকলে বাস দুর্ঘটনা থাকার কোনো কারণ নেই।মন্তব্য