kalerkantho


ব্যতিক্রমী চিন্তাধারা

আইডিয়া : মো. হাবিব, আঁকা : মাসুম

৬ মার্চ, ২০১৮ ০০:০০ব্যতিক্রমী চিন্তাধারা

আগে মায়েরা বলতেন, উঠে পড়, সকাল হয়ে গেছে। আর এখন মায়েরা বলেন, এবার তো শুয়ে পড়, সকাল হয়ে এসেছে।

রাজনীতিতে নীতি না থাকতে পারে, কিন্তু নেতাতে অভিনেতা থাকবেই।

আমাদের দেশে ৯৯.৯৯% পাসপোর্ট সাইজ ফটো পাসপোর্টের জন্য নয়, চাকরির ফরম ফিলাপ করে বরবাদ করার জন্য তোলা হয়।

যদি বউয়ের হাতের রান্নার বিশেষ স্বাদ পেতে চান, তাহলে অপেক্ষা করুন সেই দিনটার, যেদিন বউয়ের বাপের বাড়ি থেকে কেউ আসবে।

মেয়েদের বড় চিন্তা, কেউ যেন তাকে আন্টি বলে ডাক না দেয়। আর ছেলেদের বড় চিন্তা, কোনো মেয়ে যেন তাকে ভাইয়া বলে ডাক না দেয়।

মেয়েদের সবচেয়ে বড় সমস্যা হলো, যখন সে বউ হয় তখন শাশুড়ি ভালো পায় না, আর যখন সে শাশুড়ি হয় তখন বউ ভালো পায় না।মন্তব্য