কালের কণ্ঠ : নবম জাতীয় সংসদে পঞ্চগড়ের দুটি আসনে বিএনপির ভরাডুবির কারণ কী?
এম এ মজিদ : ভরাডুবি না। ওটা ছিল চক্রান্তের নির্বাচন। তাই বিএনপি জয়ী হতে পারেনি।
কালের কণ্ঠ : গত ১০ বছরের প্রেক্ষাপটে জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক অবস্থা কেমন?
এম এ মজিদ : পঞ্চগড়ের দুটি আসনই বিএনপির দুর্গ বলে পরিচিত। আমাদের সাংগঠনিক অবস্থা এখনো আগের মতোই আছে। এর প্রমাণ উপজেলা পরিষদ নির্বাচন এবং পৌর নির্বাচনে আমাদের প্রার্থীরা জয়ী হয়েছেন।
কালের কণ্ঠ : জেলা বিএনপি এখন দুই ভাগে বিভক্ত। এর সমাধান কিভাবে?
এম এ মজিদ : বিভক্ত নয়, বড় দল হিসেবে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে। এ বিষয়ে দলের মহাসচিব উদ্যোগ নিয়েছিলেন। তবে বিএনপির স্থায়ী পরিষদের সদস্য ব্যারিস্টার জমির উদ্দির সরকার নির্বাচনে অংশ নিলে এই বিভক্তি আর থাকবে না।
কালের কণ্ঠ : কিন্তু চার বছর ধরে জেলা বিএনপি কমিটিহীন চলছে।
এম এ মজিদ : আমাদের শুধু জেলা কমিটি নেই। বাকি সব কমিটিই রয়েছে। উপজেলা, পৌর, ইউনিয়ন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি রয়েছে। সবাই মিলে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছি। সাংগঠনিক কোনো দুর্বলতা নেই।
কালের কণ্ঠ : তার মানে আপনারা নির্বাচনের জন্য তৈরি?
এম এ মজিদ : অবশ্যই, আমরা নির্বাচনের জন্য পুরোপুরি তৈরি।
কালের কণ্ঠ : কিন্তু আপনাদের মনোনয়নপ্রত্যাশীদের তো গণসংযোগ করতে দেখা যাচ্ছে না।
এম এ মজিদ : এ মাসেই ব্যারিস্টার জমির উদ্দির সরকার পঞ্চগড়ে এসে গণসংযোগ শুরু করবেন। এ ছাড়া মনোনয়নপ্রত্যাশীরা যে যাঁর মতো করে গণসংযোগ করছেন।
কালের কণ্ঠ : আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচন হলে কী করবেন?
এম এ মজিদ : এমন আর সুযোগ নেই। এমন হলে আন্তর্জাতিক সংস্থাগুলোও তা আর মেনে নেবে না।
কালের কণ্ঠ : কী ধরনের পরিবেশ হলে আপনারা নির্বাচনে যাবেন?
এম এ মজিদ : মূলত পাতানো নির্বাচন হলে আমরা নির্বাচনে যাব না। তবে পঞ্চগড়ে পাতানো নির্বাচন হলেও বিএনপি জয়লাভ করবে। এখানে ৭০ শতাংশ মানুষ বিএনপির সমর্থক।
কালের কণ্ঠ : মানুষ কেন ধানের শীষে ভোট দেবে?
এম এ মজিদ : ব্যারিস্টার জমির সরকার ও মোজাহার হোসেন পঞ্চগড়ের যে উন্নয়ন করেছেন আমার মনে হয় গত ১০ বছরে আওয়ামী লীগ তার সিকিভাগ উন্নয়নও করতে পারেনি। তাই মানুষ উন্নয়ন ও সুশাসনের জন্য ধানের শীষে ভোট দেবে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...