kalerkantho


কাল থেকে রোজা শুরু

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ মে, ২০১৮ ০০:০০কাল থেকে রোজা শুরু

পবিত্র রমজান মাসের চাঁদ গতকাল বুধবার বাংলাদেশের আকাশে দেখা না যাওয়ায় আগামীকাল শুক্রবার থেকে রোজা শুরু হবে। আজ বৃহস্পতিবার বাদ এশা তারাবির নামাজ পড়ার পর ভোররাতে সাহরি খেয়ে প্রথম রোজা রাখবে ধর্মপ্রাণ মুসলমানরা। আর আগামী ১২ জুন মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে লাইলাতুল কদর পালিত হবে।

তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে ওই সব দেশে রোজা শুরু হচ্ছে।

গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর শুক্রবার থেকে রোজা শুরুর সিদ্ধান্ত জানানো হয়।

সংশ্লিষ্টদের নিয়ে এ সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান সভাপতিত্ব করেন।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৯ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে ১৭ মে বৃহস্পতিবার পবিত্র শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১৮ মে শুক্রবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।

 

 মন্তব্য