kalerkantho


হাতে এখনো মেহেদির রং

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ মার্চ, ২০১৮ ০০:০০হাতে এখনো মেহেদির রং

চার বছর প্রেমের পর বিয়ে আঁখি ও মিনহাজের। হানিমুনে নেপাল যাওয়ার পথেই দুজনের করুণ মৃত্যু। ইনসেটে আঁখির হাতের (এক আত্মীয়ের ফেসবুক থেকে নেওয়া) আংটিগুলো এখনো সাত দিন আগের বিয়ের স্মৃতিতে ঝলমল করছে। ছবি : সংগৃহীত

আঁখি ও মিনহাজ। চার বছর প্রেমের পর মাত্র এক সপ্তাহ আগে এক সুতায় জীবন বেঁধেছিলেন। হিমালয়কন্যা নেপালে যাচ্ছিলেন মধুচন্দ্রিমায়। তাঁদের ভালোবাসার জীবনের সমাপ্তি ঘটল ইউএস-বাংলার দুর্ঘটনায়। পরিবারের সদস্যরা জানায়, আঁখি মনি ওরফে ফারিয়া জেসি ও মিনহাজ বিন নাসিরের বাসা রাজধানীর মহাখালীতে। গত ২৮ ফেব্রুয়ারি তাঁদের গায়েহলুদ আর ৩ মার্চ বিয়ের আনুষ্ঠানিকতা ছিল। এখন সোশ্যাল নেটওয়ার্কে দুজনের হাসিমুখের অসংখ্য ছবির সঙ্গে একটাই বার্তা : ‘এইভাবে তোমাদের ভালোবাসা অমর হলো।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী তমা মির্জা ছিলেন আঁখির কাছের বন্ধুদের একজন। যোগাযোগ করা হলে তমা কালের কণ্ঠকে বলেন, এ বেদনার ভার অসহনীয়।

আঁখির চাচাতো ভাই জাহিদ হোসাইনপিংকেল এই নবদম্পতির বিয়ের অনেক ছবি ফেসবুকে দিয়ে লেখেন, ‘কোনো দিন ভাবতে পারিনি এইভাবে চলে যাবে। তোমাদের আর হানিমুন করা হলো না আপু। ৭ দিন আগে বিয়ে হলো আর আজ তোমরা নেই। তোমাদের প্রেম আল্লাহ জান্নাতে কবুল করুক। ভালোবাসার মানুষের সাথে একসাথে মারা যাওয়াই প্রমাণ করে তোমাদের ৪ বছর ধরে চলা ভালোবাসা কতটা পবিত্র।’মন্তব্য