kalerkantho


আতিকুল বললেন

আনিসুলের স্বপ্ন বাস্তবায়ন করব

নিজস্ব প্রতিবেদক   

১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০আনিসুলের স্বপ্ন বাস্তবায়ন করব

‘সবার সহযোগিতায় আমরা নৌকার বিজয় ছিনিয়ে আনতে পারব। জলাবদ্ধতামুক্ত, যানজটমুক্ত, দূষণমুক্ত নগরী দেখতে সবার ভোট চাই, সহযোগিতা চাই।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান আতিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক বৈঠকে আতিকুল ইসলামকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়।

প্রয়াত মেয়র আনিসুল হকের কর্মকাণ্ডের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আনিসুল হক যেখানে তাঁর কাজ অসমাপ্ত রেখে গেছেন, সেখান থেকে শুরু করব। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় নগরের উন্নয়ন আনিসুল হকের হাত ধরে হয়েছে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে জনগণ আবারও আওয়ামী লীগের প্রার্থীকে অবশ্যই বিজয়ী করবে।’

সাবেক বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘স্বপ্নের নতুন ঢাকায় থাকবে খেলার মাঠ, বাচ্চাদের জন্য একটি সুন্দর খেলার জায়গা। এই ঢাকা হবে নতুন প্রজন্মের স্মার্ট ঢাকা। এ নগরী হবে মানুসের নিঃশ্বাস নেওয়ার মতো শহর। ফুটপাতে যাতে মানুষ নির্ভয়ে, নির্বিঘ্নে চলাচল করতে পারে সে উদ্যোগ আমি নেব।’

মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে এখন উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়নে কোনো বৈষম্য নয়। আমি খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য কাজ করব। সবার দায়দায়িত্ব নিয়েই কাজ করব। উন্নয়নের ক্ষেত্রে আমার কাছে ধনী ও গরিবের বৈষম্য থাকবে না।’

তিনি বলেন, ‘যানজটমুক্ত, জলাবদ্ধতামুক্ত আধুনিক ঢাকা শহর গড়ব। ঢাকা শহর সচল করতে হবে। পরিবেশবান্ধব ঢাকা শহর হতে হবে। কিছু কিছু সড়ক আমি মডেল হিসেবে গড়ে তুলব। দেশের খ্যাতনামা নগরবিদ, প্রকৌশলী ও স্থপতি এই কাজগুলো মনিটর করবেন। এই শহরের উন্নয়নকাজ দিনে করব না, সব ধরনের উন্নয়নকাজ রাতে করা হবে।’

তিনি আরো বলেন, ‘সব সংস্থার সমন্বয় করে কাজ করব। ঢাকা শহরের খাল দখলদারদের কাছ থেকে উদ্ধার করব। ঢাকা শহরের খাল নিয়ে বড় সমস্যা হলো খালের মালিক জেলা প্রশাসন। আবার সেই খালের পানির মালিক ওয়াসা। এটা উন্নয়নের জন্য বড় সমস্যা। এ ধরনের সমস্যা সমাধানের উদ্যোগ নেব।’মন্তব্য