kalerkantho

ভালোবাসা

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ভালোবাসা

‘মমতা আর শ্রদ্ধায় মানুষের পাশে মানুষ’—এর চেয়ে বড় ভালোবাসা আর হয়তো নেই। ছবিতে ওরা ভাই-বোন। বোন ময়ূরী ছোটবেলায় ছাদ থেকে পড়ে পঙ্গু হয়ে যায়। তখন থেকে হুইলচেয়ারেই তার জীবন। বোনের এমন দশায় ভাই সজল তার নিত্যসঙ্গী। ভালোবাসা দিবসের দিন গতকাল বিক্রমপুর থেকে ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিতে আসে ময়ূরী। এই ফাঁকে ভাই সজলের সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে।  ছবি : শেখ হাসানমন্তব্য