kalerkantho

আমি গভীর শোকাহত

আল মাহমুদ   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০আমি গভীর শোকাহত

সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোকাহত হয়েছি। তিনি অবশ্য বেশ কিছুদিন যাবৎ মারাত্মক ক্যান্সার রোগে আক্রান্ত অবস্থায় কালাতিপাত করছিলেন। এই মৃত্যুসংবাদ তাঁর বন্ধুবান্ধব ও পরিচিতজনকে মর্মাহত করল।

তিনি ব্যক্তিগত জীবনে আমার অন্তরঙ্গ বন্ধু না হলেও পরিচিতজন ছিলেন। সৈয়দ হককে আমি ছোটবেলা থেকেই চিনতাম এবং তাঁর সঙ্গে পরিচয়ের সুবাদে কথাবার্তা হতো। আমি তাঁর কবিতার নিয়মিত পাঠক ছিলাম। তাঁর সাথে প্রীতির সম্পর্কই ছিল।

সৈয়দ হকের লেখা কাব্যনাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ ও কাব্যগ্রন্থ ‘পরানের গহীন ভিতর’ বিশেষভাবে উল্লেখ্য। তাঁর লেখালেখি পাঠকমনে পৌঁছেছিল। সারা জীবনই আমি তাঁর সাথে লিখেছি। তাঁর লেখায় নাট্যগুণ ও বিচিত্র অভিজ্ঞতার পরিচয় পাওয়া যায়।

ব্যক্তিজীবনে তিনি হাসিখুশি মানুষ ছিলেন। বহু বিষয়ে তিনি কৌতূহলী ছিলেন। লিখেছেনও প্রচুর। আমি তাঁর সাহিত্যের বিষয়ে কৌতূহলী ছিলাম এবং পাঠ করেছি। তিনি আমার একজন প্রিয় লেখক ছিলেন বলা যায়। আমাদের সময়কালে নিঃসন্দেহে তিনি একজন উল্লেখযোগ্য কবি ছিলেন। তাঁর কবিতার ছন্দ পাঠককে অভিভূত করত। তিনি একজন নিয়মিত সাহিত্যকর্মী হিসেবে দীর্ঘদিন লেখালেখি করেছেন। তাঁর মৃত্যুতে তাঁর স্ত্রী আনোয়ারা সৈয়দ হকের প্রতি সমবেদনা জানাচ্ছি।

 

লেখক : কবি  

অনুলিখন : শ্যামল চন্দ্র নাথ


মন্তব্য