kalerkantho


পবিত্র ঈদুল আজহা ১৩ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০পবিত্র ঈদুল আজহা ১৩ সেপ্টেম্বর

জিলহজ মাসের চাঁদ গতকাল শুক্রবার দেখা না যাওয়ায় বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আগামী ১৩ সেপ্টেম্বর উদ্যাপন করা হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। অন্যদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদ্যাপিত হবে ১২ সেপ্টেম্বর।

ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে অনুষ্ঠেয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ধর্মসচিব আবদুল জলিলও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বজলুল হক হারুন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের কোথাও চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। তাই জিলহজ মাস শুরু হবে রবিবার থেকে। ১০ জিলহজ অর্থাৎ ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহা উদ্যাপিত হবে।

বৈঠকে প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আলফাজ হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. সাইদুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মো. সাখাওয়াত হোসেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 


মন্তব্য