kalerkantho


আইনমন্ত্রী বললেন

রিজার্ভের টাকা চুরি নিয়ে সিদ্ধান্ত তদন্তের পর

নিজস্ব প্রতিবেদক   

১২ মার্চ, ২০১৬ ০০:০০রিজার্ভের টাকা চুরি নিয়ে সিদ্ধান্ত তদন্তের পর

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তদন্ত শেষ হওয়ার পর। আইনমন্ত্রী আনিসুল হক গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন।

রাজধানীর বিয়াম মিলনায়তনে দুই দিনব্যাপী ‘সার্ক টেক সামিট-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘রিজার্ভের অর্থ কিভাবে চুরি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ নিয়ে তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে পুরো ঘটনা বের হলে বলা যাবে, বিচার বাংলাদেশে হবে, নাকি অন্য কোথাও হবে। ’ আনিসুল হক বলেন, ‘আইনের দিক থেকে দেখলে বলতে হবে, এটি একটি আন্তর্জাতিক সন্ত্রাসী কার্যক্রম। টাকা বাংলাদেশের, ব্যাংক যুক্তরাষ্ট্রের, আর সেই টাকা গেছে ফিলিপাইন ও শ্রীলঙ্কায়। সে ক্ষেত্রে আমাদের আইন ও অন্যান্য দেশের আইন কতটা কার্যকর হবে, তা তদন্তের পর বোঝা যাবে। এ জন্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ’

অনুষ্ঠানে এফবিসিসিআই প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ, ভারতের ইনফো ডট কমের চেয়ারম্যান ডি ডি পুরাকায়স্ত, সিটিও ফোরাম বাংলাদেশ-এর প্রেসিডেন্ট তপন কান্তি সরকার, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সুরজ বাইদা প্রমুখ বক্তব্য দেন।


মন্তব্য