kalerkantho

জানা-অজানা

সাঙ্গু

[নবম ও দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে সাঙ্গু নদীর কথা উল্লেখ আছে]

১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০সাঙ্গু

বাংলাদেশের অভ্যন্তরে যে কয়টি নদীর উৎপত্তি, তার মধ্যে একটি সাঙ্গু। এটি শঙ্খ নদী নামেও পরিচিত। অবস্থান দেশের দক্ষিণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের বান্দরবান জেলার মদক এলাকার পাহাড়ে এ নদীর উৎপত্তি। বান্দরবান জেলা ও দক্ষিণ চট্টগ্রামের ওপর দিয়ে প্রবাহিত হয়ে এটি গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। নদীটির দৈর্ঘ্য ২৯৪ কিলোমিটার, গড় প্রস্থ ১১৯ মিটার। কর্ণফুলীর পর চট্টগ্রাম বিভাগের এটিই দ্ব্বিতীয় বৃহত্তম নদী। বান্দরবান জেলার প্রধানতম নদী সাঙ্গু। বান্দরবান জেলা শহর এ নদীর তীরেই অবস্থিত। এ জেলার মানুষের জীবিকা অর্জনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এ নদী। পাহাড়ি জনপদের যোগাযোগের ক্ষেত্রে এ নদী একটি অন্যতম মাধ্যম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা ‘পাউবো’ কর্তৃক প্রদত্ত সাঙ্গু নদীর পরিচিতি ‘পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী নাম্বার ১৫’।      

আব্দুর রাজ্জাকমন্তব্য