kalerkantho

জানা-অজানা

ইস্টার সানডে

পঞ্চম শ্রেণির বাংলা বইয়ে ইস্টার সানডের কথা উল্লেখ আছে

হাবিব তারেক   

৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইস্টার সানডে

খ্রিস্টান ধর্মাবলম্ব্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার  দিনটি ছিল শুক্রবার (৩ এপ্রিল, ৩৩ খ্রিস্টাব্দ)। এ দিনকে বলা হয় গুড ফ্রাইডে (পুণ্য শুক্রবার) বা ব্ল্যাক ফ্রাইডে।

খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের বিশ্বাস, ক্রুশবিদ্ধ করার তিন দিনের মাথায় অর্থাৎ রবিবার যিশুখ্রিস্টের পুনরুত্থান ঘটে। পুনরুত্থানের এই দিনটিই হচ্ছে ‘ইস্টার সানডে’।

হিব্রু ভাষায় ইস্টার সানডেকে বলা হয় ‘পাস্কা’।

এর মানে—পেরিয়ে যাওয়া বা পার হয়ে যাওয়া। এ দিনটিকে সামনে রেখে শনিবার রাত থেকেই শুরু হয় উৎসব।

মন্তব্য