kalerkantho

জানা-অজানা

খাগড়াছড়ি

[নবম ও দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে খাগড়াছড়ির কথা উল্লেখ আছে]

আব্দুর রাজ্জাক   

৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০খাগড়াছড়ি

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল খাগড়াছড়ি। এর পূর্বে রাঙামাটি, দক্ষিণে রাঙামাটি ও চট্টগ্রাম, পশ্চিমে চট্টগ্রাম ও ভারতের ত্রিপুরা প্রদেশ এবং উত্তরেও ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত। নলখাগড়ার বন থেকে খাগড়াছড়ি নামের উৎপত্তি। ১৮৬০ সালে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্যাঞ্চল নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠিত হয়। ১৯৮১ সালে বান্দরবান এবং ১৯৮৩ সালে খাগড়াছড়ি আলাদা জেলা হয়। মোট আয়তন ২৬৯৯.৫৬ বর্গকিলোমিটার। মোট ৫২৫৬৬৪ জন (২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী) জনসংখ্যার মধ্যে পুরুষ ২৭৭৬১৪ জন ও মহিলা ২৪৮৩৫০ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে প্রায় ১৯৫ জন। এ জেলায় চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা প্রভৃতি জনগোষ্ঠীর বসবাস রয়েছে। স্থানীয় বাঙালিরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা। খাগড়াছড়ি জেলার প্রধান তিনটি নদী মাইনী নদী, চেঙ্গি নদী ও ফেনী নদী। উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে—আলুটিলা পর্যটন কেন্দ্র, আলুটিলা গুহা, রিছাং ঝরনা ও তৈদুছড়া ঝরনা।

 

 

 মন্তব্য