kalerkantho


জানা-অজানা

বাংলাদেশ জাতীয় জাদুঘর

[বিভিন্ন শ্রেণির বইয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কথা উল্লেখ আছে]

হাবিব তারেক   

১৩ জুলাই, ২০১৮ ০০:০০বাংলাদেশ জাতীয় জাদুঘর

বাংলাদেশ জাতীয় জাদুঘর দেশের প্রধান জাদুঘর। অবস্থান ঢাকার শাহবাগে। ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, নৃ-তাত্ত্বিক, শিল্পকলা ও প্রাকৃতিক ইতিহাস সম্পর্কিত নিদর্শনাদি সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও গবেষণার উদ্দেশ্যে এ জাদুঘর প্রতিষ্ঠা হয়। ১৯১৩ সালের ৭ আগস্ট ঢাকা জাদুঘর নামে যাত্রা শুরু করে। ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকদের অনুরোধে বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল জাদুঘর প্রতিষ্ঠার ব্যাপারে রাজি হন। জাতীয় জাদুঘরের মর্যাদা পায় ১৯৮৩ সালে।

 

৮.৬৩ একর জায়গার ওপর অবস্থিত এ জাদুঘরে রয়েছে—৪৪টি প্রদর্শনী কক্ষ, ৩টি অডিটরিয়াম, ১টি সমৃদ্ধ গ্রন্থাগার ও ২টি অস্থায়ী প্রদর্শনী কক্ষ। সংগৃহীত নিদর্শনের সংখ্যা প্রায় ৯৪ হাজার। এগুলোর নাম, সংক্ষিপ্ত পরিচয় বা তথ্য উল্লেখ করে কম্পিউটার ডাটাবেইজে সংরক্ষিত আছে।

 

জাদুঘরের বিভাগগুলো হলো—ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা, জাতিতত্ত্ব ও অলঙ্করণ শিল্পকলা, সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা প্রাকৃতিক ইতিহাস বিভাগ। এখানে সংরক্ষণ গবেষণাগারও রয়েছে।

 

প্রতিদিন কয়েক শ দেশি-বিদেশি দর্শনার্থী জাদুঘর দেখতে আসে।

            মন্তব্য