kalerkantho

জানা-অজানা

ই-মেইল

[বিভিন্ন শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে ই-মেইলের কথা উল্লেখ আছে]

হাবিব তারেক   

১২ জুলাই, ২০১৮ ০০:০০ই-মেইল

ইলেকট্রনিক মেইলই সংক্ষেপে ই-মেইল। ডিজিটাল এই বার্তা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো হয়।

এ ক্ষেত্রে প্রেরক ও প্রাপক—উভয়েরই ইমেইল ঠিকানা থাকতে হবে। ই-মেইল ঠিকানায় কয়েকটি অংশ থাকে। ঠিকানায় ব্যবহারকারীর নাম ও ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠানের ডোমেইন বা হোস্টিং নামের মাঝখানে @ (অ্যাট) বসে, যেমন—name@company.com।

বিনা মূল্যে ই-মেইল ঠিকানা খুলতে গেলে ব্যবহারকারীর নামের সঙ্গে সেবাদাতা প্রতিষ্ঠানের ডোমেইন নাম (যেমন : gmail.com) থাকে। সেবাদাতা প্রতিষ্ঠানের নামের বদলে ইচ্ছেমতো নাম দিয়ে ঠিকানা খুলতে চাইলে ফি গুনতে হবে। বিনা মূল্যের ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে—জিমেইল, হটমেইল, ইয়াহু, এওএল, ফাস্ট মেইল।

১৯৭২ সালে অর্পানেটে (অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক) প্রথম ই-মেইল পাঠানো হয়। অর্পানেটই প্রথম কম্পিউটার নেটওয়ার্ক। প্রথম ই-মেইল প্রগ্রাম তৈরি করেন আমেরিকান প্রগ্রামার রেমন্ড স্যাম্যুয়েল টমলিনসন (১৯৪১-২০১৬)। বর্তমানে ওয়্যান, ম্যান ইত্যাদি কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার হয়।

ই-মেইল যোগাযোগ প্রযুক্তিতে সাধারণত ওয়েব, পপ৩, আইম্যাপ, এসএমটিপি ইত্যাদি সার্ভার ব্যবহার হয়।

 মন্তব্য