kalerkantho


অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি

অষ্টম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আল-এমরাতুন সুখী, সহকারী শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

১৫ জুন, ২০১৮ ০০:০০অষ্টম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

টেরাকোটা

বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন

বহু নির্বাচনী প্রশ্ন

১।  মানুষের জীবনপ্রণালীকে বলা হয়—

    ক) সমাজ খ) সংস্কৃতি

    গ) শিল্পকলা   ঘ) দৃশ্যশিল্প

২।  বস্তুগত সংস্কৃতির উদাহরণ—

    i. ঘরবাড়ি

    ii. সংগীত

    iii. তৈজসপত্র

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii   খ. i ও iii

    গ. ii ও iii     ঘ. i, ii ও iii

২।  যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে তাকে বলে—

    ক) সাংস্কৃতিক ব্যাপ্তি  খ) সাংস্কৃতায়ন 

    গ) সাংস্কৃতিক আত্তীকরণ

    ঘ) সাংস্কৃতিক আদর্শ

৩।  ‘পদ্মাবতী’ রচনা করেন—

    ক) মুকুন্দরাম       খ) বিজয়গুপ্ত

    গ) আলাওল        ঘ) দীনবন্ধু মিত্র

 

    নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

    লাবিব বন্ধুদের সঙ্গে দিনাজপুর বেড়াতে গিয়ে একটি মন্দিরের সন্ধান পায়। সেখানে সে পোড়ামাটির শিল্প দেখতে পায়।

৫।  উদ্দীপকে লাবিবের দেখা মন্দিরটি হলো—

    ক) আদিনাথ মন্দির       খ) কালীমন্দির

    গ) কান্তজির মন্দির        ঘ) ঢাকেশ্বরী মন্দির

৬।  ‘অন্নদা মঙ্গল’ কার রচনা?

    ক) মুকুন্দরামের          খ) ঘনরামের

    গ) বিজয়গুপ্তের          ঘ) ভারতচন্দ্রের

৭।  হামাম, এলাচি, খাসা, চৌতা ইত্যাদি কিসের নাম?

    ক) কাপড়ের            খ) মসলার

    গ) এলাকার            ঘ) সাহিত্যের

৮।  উদ্দীপকে বর্ণিত মন্দিরটি সম্পর্কে সঠিক তথ্য হলো—

    i. সেখানে পোড়ামাটির শিল্পকর্মে রামায়ণের কাহিনি ফুটে উঠেছে

    ii. মন্দিরের শিল্পকর্মে নানা সামাজিক চিত্র ফুটে উঠেছে

    iii. উক্ত শিল্পকর্মকে টেরাকোটা বলে

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii           খ. i ও iii

    গ. ii ও iii         ঘ. i, ii ও iii

৯।  সংস্কৃতি কয় প্রকার?

    ক) ২ প্রকার            খ) ৩ প্রকার

    গ) ৪ প্রকার            ঘ) ৫ প্রকার

১০। পালযুগে তালপাতার পুঁথিগুলো কোন ধর্মশাস্ত্রের নিদর্শন ছিল?

    ক) পালযুগে            খ) হিন্দু

    গ) বৌদ্ধ          ঘ) খ্রিস্টান

১১। কে আঞ্চলিক ভাষার অভিধান সংকলন করেন?

    ক) রবীন্দ্রনাথ ঠাকুর       খ) কাজী নজরুল ইসলাম

    গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ       ঘ) কুদরাত-এ-খুদা

১২। গ্রামে অনেকের মুখে কোন গান শোনা যায়?

    ক) বাউল গান          খ) ভাটিয়ালি গান

    গ) পল্লীগীতি            ঘ) সবগুলো

১৩। ‘টেরাকোটা’ কী?

    ক) পোড়া মাটির শিল্প         খ) কাঠের শিল্প

    গ) লোহার শিল্প         ঘ) সবগুলো

১৪। সোমপুর বিহার কোথায়?

    ক) পাহাড়তলীতে         খ) পাহাড়পুরে

    গ) সিলেটে             ঘ) বরিশালে

১৫। বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

    ক) চর্যাপদ             খ) চণ্ডীমঙ্গল

    গ) ধর্মমঙ্গল            ঘ) মনসামঙ্গল

 

উত্তর

১. খ, ২ খ, ৩. গ, ৪. গ, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. ঘ, ৯. ক, ১০. গ  ১১. গ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. ক।মন্তব্য