kalerkantho


অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি

অষ্টম শ্রেণি আইসিটি

আব্দুর রশিদ, সিনিয়র শিক্ষক বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা

১৪ জুন, ২০১৮ ০০:০০অষ্টম শ্রেণি আইসিটি

‘ব্রডকাস্ট’ মানে হলো সম্প্রচার করা

প্রথম অধ্যায়

১।   কিসের মাধ্যমে ঘরে বসে আয়ের সুযোগ সৃষ্টি করেছে?

     ক) ফ্রিল্যান্সিং সাইট 

     খ) বিনোদন সাইট

গ) শিক্ষামূলক সাইট ঘ) সবগুলো

২।   যদি কোনো প্রতিষ্ঠান নিজেদের শাখাগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থা তৈরি করতে চায়, তাহলে কোন পদ্ধতির মাধ্যমে সেটি সম্ভব?

     ক) ইন্টারনেট  

     খ) ইন্ট্রানেট (প্রাইভেট নেটওয়ার্ক)  

     গ) ই-মেইল  ঘ) ই-বুক

৩।   সরকারি বিভিন্ন বিষয়ে জনগণের মতামত গ্রহণের সবচেয়ে বেশি কোন মাধ্যমটি ভূমিকা রাখে?

     ক) কম্পিউটার  খ) মোবাইল ফোন

     গ) ইন্টারনেট  ঘ) ল্যাপটপ

৪।   বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর দ্রুততম মাধ্যম কোনটি?

     ক) টিটি     খ) এমটি   

     গ) ডিডি          ঘ) মোবাইল

৫।   কিসের মাধ্যমে পণ্য বিক্রয়ের সব তথ্য পাওয়া যায়?

     ক) EPOS  খ) ECOM  

     গ) ETEC       ঘ) EBUS

৬।   ব্যতিক্রমধর্মী ব্রডকাস্ট কোনটি?

     ক) সিনেমা  খ) সংবাদ 

     গ) লাইভ প্রগ্রাম  ঘ) টক শো

৭।   আউটসোর্সিংয়ের জন্য অত্যাবশক কোনটি?

     ক) রাউটার  খ) সুইচ 

     গ) ইন্টারনেট       ঘ) পেনড্রাইভ

৮।   নিচের কোনটি একমুখী যোগাযোগ পদ্ধতি?

     ক) টেলিফোন  খ) ম্যাগাজিন 

     গ) মোবাইল   ঘ) ইন্টারনেট

৯।   শিল্পক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজে কোনটি ব্যবহার সুবিধাজনক?

     ক) রোবট         খ) মানুষ    

     গ) ইন্টারনেট     ঘ) টেলিফোন

১০।  ইনফরমেশন শেয়ারিং কী?

     ক) তথ্যভাণ্ডার খ) তথ্য সংরক্ষণ

     গ) তথ্য বিনিময়     ঘ) তথ্য প্রদান

১১।  ডাটা বেইস কোথায় থাকে?

     ক) কম্পিউটারে খ) উপাত্তে  

     গ) মডেমে    ঘ) হাবে

১২। বর্তমানে তথ্যাবলি কাগজের পরিবর্তে কোথায় সংরক্ষণ করা হয়?

     ক) মোবাইলে  খ) ডাটা বেইসে 

     গ) ফাইলে    ঘ) ফোল্ডারে

১৩।  সরকারি বিভিন্ন তথ্য প্রকাশে কোনটির ভূমিকা বর্তমানে সবচেয়ে বেশি?

     ক) মোবাইলের খ) সংবাদপত্রের

     গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির       

     ঘ) কুরিয়ার সার্ভিসের

১৪। সরকারি কোন কেন্দ্র থেকে ই-পরচা পাওয়া যায়?

     ক) ই-গভর্নেস কেন্দ্র  খ) ই-সেবা কেন্দ্র

     গ) ই-কমার্স      

     ঘ) সরকারি সার্ভিস সেন্টার

১৫।  বর্তমানে দেশের কতটি জেলায় ই-সেবা কেন্দ্র রয়েছে?

     ক) ৪৫টি          খ) ৩২টি 

     গ) ৫০টি          ঘ) ৬৪টি

১৬। ই-বই কী?

     ক) ইলেকট্রনিক বই      খ) ইলেকট্রিক্যাল বই

     গ) ইন্টানেট বই            ঘ) ই-স্কুল বই

১৭।  অনলাইনে জমিজমার তথ্য সংগ্রহের পদ্ধতিকে কী বলে?

     ক) ই-বুক         খ) ই-কমার্স

     গ) ই-পরচা        ঘ) ই-গভর্ন্যান্স

১৮। ই-বুক কী ধরনের সেবার মধ্যে পড়ে?

     ক) আইনগত সেবা         খ) জমিসংক্রান্ত সেবা

     গ) নাগরিক সেবা        ঘ) মতামত প্রকাশের সেবা

১৯। বর্তমানে কৃষকরা কিভাবে পুঁজি পাচ্ছে?

     ক) ল্যাপটপে        খ) কম্পিউটারে

     গ) মোবাইল ফোনে   ঘ) রেডিওতে

২০। টেলিমেডিসিন কী ধরনের সেবা?

     ক) ই-গভর্ন্যাস           খ) ই-পরচা 

     গ) ই-স্বাস্থ্যসেবা           ঘ) ই-পুর্জি

২১। পরিষেবার বিল পরিশোধ কী ধরনের সেবা?

     ক) স্বাস্থ্যসেবা             খ) পরচা সেবা

     গ) নাগরিনক সেবা        ঘ) ব্যাবসায়িক সেবা

২২। পরিষেবা কোনটি?

     ক) বিদ্যুৎ সরবরাহ   খ) গ্যাস সরবরাহ

     গ) পানি সরবরাহ          ঘ) সবগুলো

উত্তর

১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. গ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. গ ১৮. গ ১৯. গ ২০. গ ২১. গ ২২. ঘ।মন্তব্য