kalerkantho

নবম ও দশম শ্রেণি

জীববিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

১১ জুন, ২০১৮ ০০:০০জীববিজ্ঞান

সৃজনশীল প্রশ্ন

দ্বিতীয় অধ্যায়

জীবকোষ ও টিস্যু

চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

ক) শ্রেণিবিন্যাস কাকে বলে?

খ) লসিকাতন্ত্র বলতে কী বোঝায়?

গ) উদ্দীপকের ‘A’ চিহ্নিত অংশের গঠন

 

ব্যাখ্যা করো।

ঘ) উদ্দীপকে ‘B’ ও ‘C’ কোষ হওয়া সত্ত্বেও গঠন ও কার্যিক অমিল—যুক্তিসহকারে মূল্যায়ন করো।

উত্তর :

ক) পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে বিভক্ত করাকে শ্রেণিবিন্যাস বলে।

খ) মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয়, তাকে লসিকা বলে। এগুলো ছোট নালির মাধ্যমে সংগৃহীত হয়ে একটি আলাদা নালিকাতন্ত্র গঠন করে, যাকে লসিকাতন্ত্র বলে। লসিকা ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ।

গ) উদ্দীপকের B চিত্রের A চিহ্নিত অংশটি হলো সেন্ট্রোজোম।

প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলে। সেন্ট্রোস্ফিয়ারসহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে।

সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার-রে তৈরি করে। স্পিন্ডলযন্ত্র সৃষ্টিতেও সেন্ট্রোজোমের অবদান রয়েছে। বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে এরা অংশগ্রহণ করে। শুক্রাণুর লেজ তৈরি করে।

ঘ) উদ্দীপকের B চিহ্নিত চিত্রটি হলো প্রাণিকোষ তথা দেহকোষ। অন্যদিকে C হলো শুক্রাণু ও ডিম্বাণু তথা জননকোষ।

দেহকোষ ও জননকোষের গঠন ও কার্যিক অমিল নিম্নে বিশ্লেষণ করা হলো।

দেহকোষ ডিপ্লয়েড (2n) প্রকৃতির। অন্যদিকে জননকোষ হ্যাপ্লয়েড (n) প্রকৃতির। মানবদেহের ২২ জোড়া অটোজোম নিয়ে দেহকোষ গঠিত। অন্যদিকে এক জোড়া সেক্স ক্রোমোজম নিয়ে দেহকোষ গঠিত। দেহকোষ মাইটোসিস ও অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। অন্যদিকে জননকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। প্রাণী দেহকোষ অনেকটা ডিম্বাকৃতির। অন্যদিকে পুংজননকোষ ব্যাঙাচি আকৃতির ও স্ত্রীজননকোষ বৃত্তাকার।

দেহকোষ বহুকোষী জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে। অন্যদিকে জননকোষ জীবের জননকাজে অংশগ্রহণ করে। দেহকোষ লিঙ্গ নির্ধারণে কোনো ভূমিকা পালন করে না। অন্যদিকে জননকোষ লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করে।

সুতরাং বলা যায় যে B ও C কোষ হওয়া সত্ত্বেও গঠন ও কার্যগত দিক থেকে এদের অমিল রয়েছে।

 

[বাকি অংশ আগামী সংখ্যায়]মন্তব্য