kalerkantho


এইচএসসি প্রস্তুতি

ভূগোল দ্বিতীয় পত্র

হাজেরা বেগম, সিনিয়র প্রভাষক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী   

১৪ মার্চ, ২০১৮ ০০:০০ভূগোল দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

১।   সম্পদ তা-ই, যার—

     i. উপযোগ আছে     ii. ব্যবহার আছে

     iii. অর্থমূল্য আছে

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii   খ) i ও iii

     গ) ii ও iii  ঘ) i, ii ও iii

২।   অভিবাসনকে প্রভাবিত করে—

     i. পণ্যের মূল্য

     ii. চাষপদ্ধতি

     iii. কর্মের মজুরি

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii   খ) i ও iii

     গ) ii ও iii  ঘ) i, ii ও iii

৩।   স্থূল জন্মহার কত এককে প্রকাশ করা হয়?

     ক) শতকরা   খ) হাজার

     গ) লাখ     ঘ) বিলিয়ন

৪।   নারীদের প্রজনন ক্ষমতা থাকে—

     i. ১৫-৪৯ বছর     ii. ১৫-৪০ বছর

     iii. ১৫-৪৫ বছর

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii   খ) i ও iii

     গ) ii ও iii  ঘ) i, ii ও iii

৫।   জনসংখ্যা পিরামিডে দেখানো যাবে বাংলাদেশের—

     i. বয়স স্তর

     ii. নারীর সংখ্যা

     iii. পুরুষের সংখ্যা

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii   খ) i ও iii

     গ) ii ও iii  ঘ) i, ii ও iii

৬।   Migration শব্দের অর্থ কী?

     ক) গমন     খ) আগমন

     গ) অভিগমন  ঘ) অভিবাসন

     চিত্রটি লক্ষ করো এবং ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৭।   চিত্রে জনসংখ্যার ঘনত্ব দেখানোর জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে—

     ক) ছায়াপাত খ) সমমান রেখা

     গ) বিন্দু পদ্ধতি ঘ) বৃত্ত পদ্ধতি

৮।   অশোধিত জন্মহারের সংক্ষিপ্ত রূপ কোনটি?

     ক) CDR     খ) CBR

     গ) CRR    ঘ) CRB

৯।   বাংলাদেশের খনিজ সম্পদকে কেন্দ্র করে লোকবসতি ঘন—

     i. সিলেট     ii. কৈলাশটিলায়

     iii. তিতাস গ্যাস অঞ্চলে

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii   খ) i ও iii

     গ) ii ও iii  ঘ) i, ii ও iii

১০।  বাংলাদেশের অতি নিবিড় বসতির জেলা কোনটি?

     ক) ঢাকা     খ) রংপুর

     গ) দিনাজপুর  ঘ) বাগেরহাট

১১।  কোন জলবায়ুর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত হয়?

     ক) মৌসুমি   খ) ক্রান্তীয়

     গ) নীতিশীতোষ্ণ     ঘ) মেরুদেশীয়

১২।  জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধি কিসের ওপর সরাসরি প্রভাব ফেলে?

     ক) ভূমির    খ) পানির

     গ) কৃষি ভূমির      ঘ) পরিবেশের

১৩।  ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে যারা ভারতে গিয়ে আর ফিরে আসেনি তাদের গমনকে কী ধরনের অভিগমন বলে?

     ক) অবাধ    খ) বলপূর্বক

     গ) অভ্যন্তরীণ  ঘ) শরণার্থী

১৪।  উন্নয়নশীল দেশসমূহে জনসংখ্যা বৃদ্ধির কারণ—

     i. উচ্চ মৃত্যুহার      ii. উচ্চ জন্মহার

     iii. কম মৃত্যু হার

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii   খ) i ও iii

     গ) ii ও iii  ঘ) i, ii ও iii

১৫।  জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় হলো—

     i. জন্মনিয়ন্ত্রণ

     ii. জাতীয় আয়ের সুষম বণ্টন

     iii. কর্মক্ষম জনসংখ্যা গড়ে তোলা

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii   খ) i ও iii

     গ) ii ও iii  ঘ) i, ii ও iii

১৬।  জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য কোনটি?

     ক) অভিগমন  খ) অর্থ উপার্জন

     গ) স্কুলে যাওয়া     ঘ) বসতবাড়ি তৈরি

১৭।  কাম্য জনসংখ্যাতত্ত্ব

     ক) মানুষ ও ভূমির অনুপাত

     খ) দেশের মোট জনসংখ্যা

     গ) দেশের কর্মক্ষম জনসংখ্যা

     ঘ) দেশের জনসংখ্যা ভূমি অনুপাত ভারসাম্য

১৮।  জনসংখ্যা পরিবর্তনের কারণ—

     i. জন্ম ii. মৃত্যু

     iii. অভিগমন

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii   খ) i ও iii

     গ) ii ও iii  ঘ) i, ii ও iii

১৯।  অনুন্নত দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ কোন শ্রেণিভুক্ত?

     ক) শিশু     খ) তরুণ

     গ) বৃদ্ধ ঘ) পূর্ণবয়স্ক

উত্তর মিলিয়ে নাও

১. ঘ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. খ ৯. ঘ ১০. ক ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক।

 মন্তব্য