kalerkantho


সমাজবিজ্ঞান প্রথম পত্র

মরিয়ম বেগম, সহকারী অধ্যাপক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী   

৯ মার্চ, ২০১৮ ০০:০০বহু নির্বাচনী প্রশ্ন

পঞ্চম অধ্যায় : সামাজিক প্রতিষ্ঠান

 

নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

‘ক’-এর স্বপ্ন ছিল বিয়ের পর স্বামীকে নিয়ে নতুন বাসায় বসবাস করবে। কিন্তু তার স্বামী পরিবার ছেড়ে বসবাস করতে রাজি নয়। তার স্বামীর পরিবারে মা-বাবা ও নিকটাত্মীয়-স্বজনরা বসবাস করে।

১।    ‘ক’-এর স্বামীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সাদৃশ্য রয়েছে—

       i. পিতৃবাস পরিবারের

       ii. মাতৃসূত্রীয় পরিবারের

       iii. যৌথ পরিবারের

       নিচের কোনটি সঠিক?

       ক) i ও ii

       খ) i ও iii

       গ) ii ও iii

       ঘ) i, ii ও iii

২।    ‘ক’-এর স্বামী তার পরিবারের প্রতি দায়িত্বশীল। কারণ হলো—

       i. পরিবারকে সাহায্য করতে চায়

       ii. পরিবারকে ছাড়তে চায়

       iii. পরিবারকে দেখাশোনা করতে চায়

       নিচের কোনটি সঠিক?

       ক) i ও ii

       খ) i ও iii

       গ) ii ও iii

       ঘ) i, ii ও iii

৩।    শিশুকে নেতৃত্ব, দায়িত্ব ও কর্তব্য, নিয়ম-শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে শিক্ষাদান করা পরিবারের কোন জাতীয় কাজের অন্তর্ভুক্ত?

       ক) মনস্তাত্ত্বিক কাজ

       খ) রাজনৈতিক কাজ

       গ) অর্থনৈতিক কাজ

       ঘ) শিক্ষাদানমূলক কাজ

৪। আধুনিক যুগে শিক্ষাদানের কাজটি অন্যান্য প্রতিষ্ঠান করলেও প্রাথমিক শিক্ষাদানের কাজটি করে কোন প্রতিষ্ঠান?

       ক) বিভিন্ন সংঘ  

       খ) কিন্ডারগার্টেন

       গ) বিদ্যালয়      

       ঘ) পরিবার

৫। নিজ গোত্রের বাইরে থেকে পাত্র-পাত্রী নির্বাচন বাধ্যতামূলক হলে সে বিয়েকে কী বলে?

       ক) গোষ্ঠীগত বিবাহ

       খ)  লেভিরেট

       গ) একক বিবাহ

       ঘ) বহির্বিবাহ

৬।    স্বামী-স্ত্রীর সংখ্যার ওপর ভিত্তি করে পরিবারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

       ক) তিন     খ) চার

       গ) পাঁচ     ঘ) ছয়

 

জ্ঞানমূলক প্রশ্ন

১।    লেভিরেট বিবাহ কাকে বলে?

       উত্তর : মৃত স্বামীর যেকোনো ভাইয়ের সঙ্গে বিধবা মহিলার বিবাহকে লেভিরেট বিবাহ রীতি বলা হয়।

২।    সরোরেট কী?

       উত্তর :  কোনো ব্যক্তির স্ত্রী মৃত্যুবরণ করলে সে তার মৃত স্ত্রীর যেকোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বিবাহ বলে।

৩।    সামাজিক নৃবিজ্ঞানের জনক কে?

       উত্তর : সামাজিক নৃবিজ্ঞানের জনক লুইস হেনরি মর্গান।

৪।    ইংরেজি ‘kin’ শব্দের অর্থ কী?

       উত্তর :  ইংরেজি ‘kin’ শব্দের অর্থ জ্ঞাতি বা আত্মীয়-স্বজন।

 

অনুধাবনমূলক প্রশ্ন

১।    ‘সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে  পরিবারের ধরন ও পরিবর্তন হচ্ছে’ ব্যাখ্যা করো।

       উত্তর : বর্তমানে শিল্পায়ন, নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্র্য, ভোগবাদী মানসিকতাসহ নানা কারণে পরিবারের ধরন পাল্টে যাচ্ছে।

সাম্প্রতিক  সময়ের সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থায় ক্ষুদ্র ঋণদান কর্মসূচির বিভিন্ন সুবিধা গ্রহণ পরিবারের এ পরিবর্তনে ভূমিকা রাখছে। বর্তমানে গ্রাম ও শহরে এক পরিবারের সংখ্যাই বেশি। গ্রামে বর্ধিত পরিবার দেখা গেলেও শহরে এ ধরনের পরিবার নেই বললেই চলে। পিতৃপ্রধানও পিতৃবাস পরিবারব্যবস্থা উভয় স্থানেই অধিক দেখা যায়। তবে নয়াবাস পরিবার শহরে সর্বাধিক। তা ছাড়া গ্রাম ও শহরে উভয়েই এখন একপত্নীক পরিবারের সংখ্যাই বেশি।

উত্তর মিলিয়ে নাও

সমাজবিজ্ঞান প্রথমপত্র (বহু নির্বাচনী) : ১. খ ২. খ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. খ।মন্তব্য