kalerkantho


দশম শ্রেণি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

শামীমা ইয়াসমিন প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা   

৭ মার্চ, ২০১৮ ০০:০০বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহু নির্বাচনী প্রশ্ন

১।   জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ হলো—

     i. বিশ্বের উন্নয়ন পর্যবেক্ষণ

     ii. স্বাধীনতা প্রদান

     iii. বিশ্বের অগ্রগতি সাধন

     নিচের কোনটি সঠিক?

     ক) i, ii      খ) ii, iii         গ) i, iii     ঘ) i, ii ও iii

২।   ভাষা আন্দোলনের তাৎপর্য কোনটি?

     ক) জাতীয়তাবাদের উন্মেষ               খ) ভাষার দাবি প্রতিষ্ঠা                      গ) সংগ্রামের মানসিকতা সৃষ্টি                ঘ) অসাম্প্রদায়িক চেতনা গঠন

৩।   কত তারিখে বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন?

     ক) ১০ নভেম্বর ১৯৭১                 খ) ১০ ডিসেম্বর ১৯৭১                      গ) ১০ জানুয়ারি ১৯৭২ ঘ) ১০ ফেব্রুয়ারি ১৯৭২

 

৪।   মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?

     ক) মিসেস ইন্দিরা গান্ধী                খ) সোনিয়া গান্ধী                    গ) অটল বিহারি বাজপেয়ি                ঘ) প্রণব মুখার্জি

৫।   বানের সৃষ্টি হয় কখন?

     ক) বছরের প্রথম জোয়ারে               খ) মাসের প্রথম জোয়ারে               গ) ভরা কটালে                      ঘ) মরা কটালে

৬।   মহাকর্ষের ফলে যে কাজ সংঘটিত হচ্ছে—

     i. ভূ-পৃষ্ঠের পানি ছিটকে যেতে চায়

     ii. পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে

     iii. চন্দ্র সূর্যকে প্রদক্ষিণ করছে

     নিচের কোনটি সঠিক?

ক) i, ii      খ) ii, iii         গ) i, iii     ঘ) i, ii ও iii

৭।   তাজিনডং অবস্থিত কোন জেলায়?

     ক) খাগড়াছড়ি  খ) কক্সবাজার

     গ) চট্টগ্রাম   ঘ) বান্দরবান

৮।   বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জমির পরিমাণ কত?

     ক) ০.৩৩ একর     খ) ০.২৮ একর          গ) ০.২৫ একর     ঘ) ০.২৩ একর

৯।   পত্রপতনশীল বৃক্ষের পাতা কখন ঝরে যায়?

     ক) গ্রীষ্মকালে  খ) শরৎকালে       গ) শীতকালে  ঘ) বসন্তকালে

১০।  যমুনা কোন নদীর শাখা নদী?

     ক) ব্রহ্মপুত্র   খ) মেঘনা         গ) করতোয়া  ঘ) কর্ণফুলী

১১।  কোনটি নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ?

     ক) মৌলিক চাহিদা পূরণ                     খ) আইনের প্রাধান্য                   গ) ভোটাধিকার প্রয়োগ                    ঘ) জাতীয় নীতি তৈরি

১২।  রাষ্ট্রের কল্যাণমূলক ঐচ্ছিক কাজ কোনটি?

     ক) আইনের বাস্তবায়ন  খ) বিচারকার্য       গ) শিক্ষা বিস্তার     ঘ) রাজস্ব সংগ্রহ

১৩।  যে কারণে মহিলাদের জন্য সংসদে নারী আসন সংরক্ষিত রাখা হয়েছে—

i. নারীর ক্ষমতায়ন

 ii. সম-অধিকার দান

iii. পর্দা প্রথার বিরুদ্ধাচরণ

     নিচের কোনটি সঠিক?

ক) i, ii      খ) ii, iii         গ) i, iii     ঘ) i, ii ও iii

১৪।  রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন যে পরিস্থিতিতে—

     i. যুদ্ধের আশঙ্কা

     ii. বহিঃশত্রুর আক্রমণ

     iii. অভ্যন্তরীণ গোলযোগ

     নিচের কোনটি সঠিক?

ক) i, ii      খ) ii, iii         গ) i, iii     ঘ) i, ii ও iii

১৫।  গণতান্ত্রিক শাসনব্যবস্থায় কোনটি রক্ষিত হয়?

     ক) ব্যক্তিস্বাধীনতা                     খ) বাকস্বাধীনতা                     গ) অযোগ্যের শাসন                     ঘ) ব্যক্তিস্বাধীনতা ও বাকস্বাধীনতা

১৬।  গণতান্ত্রিক সরকারের গ্রহণযোগ্যতার কারণ—

     i. সরকারের কাজের জবাবদিহির জন্য

     ii. স্বৈরাচারী ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য

     iii. ব্যক্তি ও বাকস্বাধীনতা নিয়ন্ত্রণের জন্য

     নিচের কোনটি সঠিক?

     ক) i, ii      খ) ii, iii         গ) i, iii     ঘ) i, ii ও iii

উত্তর মিলিয়ে নাও

গ ২. ক ৩. গ ৪. ক ৫. গ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. গ ১০. ক ১১. খ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ ১৬. ঘ।মন্তব্য