kalerkantho

অষ্টম শ্রেণি

বিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল   

৭ মার্চ, ২০১৮ ০০:০০প্রথম অধ্যায়

প্রাণিজগতের শ্রেণিবিন্যাস

সৃজনশীল প্রশ্ন

চিত্র দুটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

ক) Spongilla কোন পর্বের প্রাণী?         ১

খ) দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো? ২

গ) চিত্র ‘A’ এর প্রাণীটি যে শ্রেণিভুক্ত তার বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।         ৩

ঘ) চিত্র ‘A’ ও চিত্র ‘B’ এর প্রাণীগুলোর মধ্যে শ্রেণির বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো।       ৪

উত্তর : ক) Spongilla পরিফেরা পর্বের প্রাণী।

খ) একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদবিশিষ্ট হয়। এই নামকরণকে দ্বিপদ নামকরণ বলে।

যেমন—মানুষের বৈজ্ঞানিক নাম হলো Homo Sapiens. এখানে নামটির দুটি অংশ বা পদ রয়েছে। প্রথম অংশটি গণের নাম ও দ্বিতীয় অংশটি প্রজাতির নাম। বৈজ্ঞানিক নাম লাতিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়।

গ) চিত্র ‘A’ এর প্রাণীটি ইলিশ মাছ। এটি অস্টিকথিস শ্রেণিভুক্ত।

নিম্নে অস্টিকথিস শ্রেণির বৈশিষ্ট্য দেওয়া হলো—

১) বেশির ভাগই স্বাদু পানির মাছ।

২) দেহ সাইক্লোয়েড, গ্যানয়েড বা টিনয়েড ধরনের আঁইশ দ্বারা আবৃত।

৩) মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে।

৪) ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে।

ঘ) চিত্র ‘A’-এর প্রাণীটি ইলিশ মাছ। এটি অস্টিকথিস শ্রেণিভুক্ত। চিত্র ‘B’-এর প্রাণীটি ব্যাঙ। এটি উভচর শ্রেণিভুক্ত।

নিম্নে ইলিশ মাছ ও ব্যাঙের শ্রেণির বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করা হলো—

ইলিশ মাছের ক্ষেত্রে অস্টিকথিস শ্রেণির বৈশিষ্ট্য—

১) বেশির ভাগই স্বাদু পানির মাছ।

২) দেহ সাইক্লোয়েড, গ্যানয়েড বা টিনয়েড ধরনের আঁইশ দ্বারা আবৃত।

৩) মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে।

৪) ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে।

ব্যাঙের ক্ষেত্রে উভচর শ্রেণির বৈশিষ্ট্য—

১) এদের দেহত্বক আঁইশবিহীন।

২) ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত।

৩) এরা শীতল রক্তের প্রাণী।

৪) এরা পানিতে ডিম পাড়ে। এদের জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়।মন্তব্য