kalerkantho


সপ্তম শ্রেণি

বাংলা দ্বিতীয় পত্র

লুত্ফা বেগম, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা   

৬ মার্চ, ২০১৮ ০০:০০বাংলা দ্বিতীয় পত্র

সন্ধি

বহু নির্বাচনী প্রশ্ন

১।   ‘উষ্ম বর্ণ (শ স হ) পরে থাকলে পূর্বপদের শেষে অবস্থিত ন্

     ধ্বনি ং-এ পরিবর্তিত হয়’—এর উদাহরণ কোনটি?

     (ক) সংশয়   (খ) সংস্করণ (গ) সংবরণ (ঘ) দংশন

২।   ‘ষট্ + মাস’—সন্ধিতে কী হবে?

     (ক) ষান্মাস   (খ) ষম্মাস (গ) ষণ্মাস      (ঘ) ষন্মাস

৩।   ‘রাজ্ঞী’ শব্দের সন্ধি কোন সূত্রে হয়েছে?

     (ক) চ্ + ন্ (খ) জ্ + ন্ (গ) ন্ + জ্ (ঘ) জ্ + ঞ

৪।   ‘সংস্কার’ শব্দের সন্ধিটি কিভাবে হয়েছে?

     (ক) ম্ + কার           (খ) ম্ + কৃত           (গ) ম্ + করণ          (ঘ) ম্ + কৃতি

৫।   ‘সন্ধি’ শব্দের অর্থ কী?

     (ক) সংযোগ (খ) সমাধান (গ) মিলন   (ঘ) সংক্ষেপ

৬।   ‘অলংকার’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কী?   

     (ক) অলঙ্ + কার         (খ) অলন্ + কার   (গ) অল্ + ঙ্কার          (ঘ) অলম্ + কার

৭।   ‘আগে ম্ এবং পরে চ্ থেকে ম্ পর্যন্ত বর্গীয় ধ্বনির যেকোনোটি থাকলে পূর্ব পদের ম-এর স্থানে পরবর্তী বর্গীয় ধ্বনির পঞ্চম ধ্বনি হয়’—এর উদারহণ কোনটি?

     (ক) সন্ধি          (খ) সংবিধান       (গ) সংগীত   (ঘ) সঙ্ঘ

৮।   কোনটি বাংলা স্বরসন্ধির উদাহরণ?    

     (ক) মিথ্যা + উক = মিথ্যুক  (খ) বিদ্যা + আলয় = বিদ্যালয় (গ) নর + অধম = নরাধম (ঘ) হিম + আলয় = হিমালয়

৯।   ‘উদ্ধার’ সন্ধিটি কিভাবে হয়েছে?

     (ক) দ্ + হ       (খ) ধ + দ       (গ) ত + দ       (ঘ) ত + হ

১০।  সন্ধি ভাষাকে কী করে?

     (ক) দীর্ঘ করে                 (খ) শ্রুতিমধুর করে        (গ) উচ্চারণে শ্রমসাধ্য করে   (ঘ) ধীর উচ্চারণে সহায়তা করে

১১। র ও স-এর সংক্ষিপ্ত রূপ কোন বর্ণ?   

     (ক) ৎ      (খ) ং      (গ) ঃ      (ঘ) ঁ

১২।  ‘অজন্তা’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কী হবে?

     (ক) অজন্ + তা         (খ) অচ্ + অন্তা          (গ) অজ্ + অন্তা         (ঘ) অজ + নতা

১৩।  ‘প্রাগুক্ত’-এর সন্ধিবিচ্ছেদ কী? 

     (ক) প্রাগ্ + উক্ত         (খ) প্রাগু + ক্ত          (গ) প্রাক্ + উক্ত         (ঘ) প্রা + গুক্ত

১৪।  ‘কজ্জল’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী হবে?  

     (ক) কৎ + জ্বল          (খ) কত + জল          (গ) কত + জ্বল          (ঘ) কৎ + জল্

১৫।  ‘হিমাচল’-এর সন্ধিবিচ্ছেদ কী হবে?

     (ক) হিমা + আচল         (খ) হিম + অচল    (গ) হিমু + অচল         (ঘ) হিম + আচল

উত্তর মিলিয়ে নাও

ঘ ২. গ ৩. খ ৪. ক ৫. গ ৬. ঘ ৭. ক ৮. ক ৯. ঘ ১০. খ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. খ।মন্তব্য