kalerkantho

জানা-অজানা

সার্চ ইঞ্জিন

[সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে সার্চ ইঞ্জিনের কথা উল্লেখ আছে]

হাবিব তারেক   

৩ মার্চ, ২০১৮ ০০:০০সার্চ ইঞ্জিন

যেসব ওয়েবসাইট বা টুল ব্যবহার করে কোনো কি-ওয়ার্ড, শব্দ বা তথ্য লিখে ইন্টারনেটে সার্চ দিলে সংশ্লিষ্ট তথ্য পাওয়া যায়, সেগুলোই (ওয়েবসাইট বা টুল) সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন ওয়েবসাইট (যেমন—www.google.com) হিসেবে আছে, আবার ব্রাউজারে টুল (ঠিকানা লেখার বক্স কিংবা ডান দিকের বক্স) হিসেবেও আছে।

কেউ যদি সেখানে বাংলায় (ইউনিকোডে) ‘বাংলাদেশ’ কিংবা ইংরেজিতে Bangladesh লিখে সার্চ দেয়, তাহলে বাংলাদেশ-সংশ্লিষ্ট অসংখ্য তথ্য মুহূর্তেই চলে আসবে। মাইক্রোসফট উইন্ডোজের টাস্কবারের সার্চ টুলে কোনো কিছু লিখে সার্চ দিয়ে কম্পিউটারের হার্ডডিস্কে থাকা তথ্যের পাশাপাশি ইন্টারনেটেও তথ্য খোঁজা যায়।

 

সার্চ ইঞ্জিন নিয়ে অনেকেই কাজ করেন। ১৯৯৩ সালের পর থেকে চালু হওয়া সার্চ ইঞ্জিনের সংখ্যা কম না। তবে বেশির ভাগ সেবাই বেশিদিন টেকেনি। 

 

বর্তমানে জনপ্রিয় সার্চ ইঞ্জিন তালিকার শীর্ষে আছে গুগল, বিং, ইয়াহু, আস্ক, বাইদু (চীনভিত্তিক), এওএল।

 

 

 মন্তব্য