kalerkantho


এইচএসসি প্রস্তুতি

ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা   

২ মার্চ, ২০১৮ ০০:০০দ্বিতীয় পত্র

অধ্যায়ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন

তৃতীয় অধ্যায় : বাণিজ্যিক ব্যাংক

১।    বাণিজ্যিক ব্যাংকগুলো কোন নীতি অনুসরণ করায় তাদের নিকট নগদ অর্থ জমা রাখা হয়?

     ক) নিরাপত্তা খ) তারল্য

     গ) সঞ্চয় সংগ্রহ ঘ) ঋণদান

২।    নিচের কোন ব্যাংকঋণ আমানত সৃষ্টি করে?

     ক) সমবায়   খ) কেন্দ্রীয়

     গ) বাণিজ্যিক  ঘ) গ্রামীণ

৩।    কোনটি বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলির অন্তর্ভুক্ত?

     i. ঋণ নিয়ন্ত্রণ  ii. আমানত গ্রহণ

     iii. বিল বাট্টাকরণ

     নিচের কোনটি সঠিক?

     ক) i, ii     খ) i, iii

     গ) ii, iii     ঘ) i, ii ও iii

৪।    বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস হলো—

     i. লকার ভাড়া ii. বিল বাট্টাকরণ

     iii. জমার সুদ

     নিচের কোনটি সঠিক?

     ক ক) i, ii    খ) i, iii

     গ) ii, iii     ঘ) i, ii ও iii

৫।    বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কোনটি?

     ক) দেশের কল্যাণ খ) মুনাফা অর্জন

     গ) ঋণ নিয়ন্ত্রণ    ঘ) নোট প্রচলন

৬।    বাণিজ্যিক ব্যাংক কিভাবে তারল্য সমস্যা মেটায়?

     ক) ব্যাংক হার বাড়িয়ে

     খ) আমানত গ্রহণ করে

     গ) প্রথম শ্রেণির বিলগুলো পুনর্বাট্টা করে

     ঘ) ঋণদান বন্ধ করে

৭।    নিচের কোনটিকে ‘অর্থবাজারের মধ্যমণি’ বলা হয়?

     ক) কেন্দ্রীয় ব্যাংক     খ) কৃষি ব্যাংক

     গ) বিশ্বব্যাংক  ঘ) বাণিজ্যিক ব্যাংক

৮। দেশে মুদ্রাবাজার গঠনে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কিরূপ?

     ক) সাহায্যকারীর     খ) নিয়ন্ত্রকের

     গ) সংগঠকের  ঘ) প্রশাসকের

৯।    কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে বিদ্যমান সম্পর্ক হলো—

     i. নিয়ন্ত্রক ও নিয়ন্ত্রিত  ii. ব্যাংকার ও মক্কেল

     iii. নিয়োগকর্তা ও কর্মী

     নিচের কোনটি সঠিক?

     ক) i, ii     খ) i, iii

     গ) ii, iii     ঘ) i, ii ও iii

১০।   বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ আমানত সৃষ্টি করে?

     i. ঋণ প্রদান করে ii. ঋণ নিয়ন্ত্রণ করে

     iii. আমানত গ্রহণ করে

     নিচের কোনটি সঠিক?

     ক) i, ii     খ) i, iii

     গ) ii, iii     ঘ) i, ii ও iii

১১। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের নিচের কোন কাজটিতে মিল রয়েছে?

     ক) অবলেখন  খ) আমানত সংগ্রহ

     গ) ঋণ আমানত সৃষ্টি ঘ) ঋণদান

১২।   বাণিজ্যিক ব্যাংকের তারল্য সংরক্ষণে তরল সম্পদ হলো—

     i. ক্রয়কৃত ট্রেজারি বিল

     ii. ভল্টে রক্ষিত অর্থ

     iii. কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত অর্থ

     নিচের কোনটি সঠিক?

     ক) i, ii     খ) i, iii

     গ) ii, iii     ঘ) i, ii ও iii

১৩।   বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কোনটি?

     ক) সাধারণ সঞ্চিতি

     খ) নগদ জমার সঞ্চিতি

     গ) বিশেষ সঞ্চিতি

     ঘ) বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি

১৪।   বাণিজ্যিক ব্যাংক ধার করা অর্থের ধারক। কারণ—

     i. সঞ্চয়ে আগ্রহ সৃষ্টি করে

     ii. জনগণের নিকট থেকে আমানত গ্রহণ করে

     iii. আমানতকৃত অর্থ ঋণ হিসেবে প্রদান করে

     নিচের কোনটি সঠিক?

     ক) i, ii     খ) i, iii

     গ) ii, iii     ঘ) i, ii ও iii

১৫। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা কোনটি?

     ক) তথ্য সরবরাহ       খ) বৈদেশিক মুদ্রা সংগ্রহ

     গ) বিলে স্বীকৃতি প্রদান  ঘ) প্রত্যয়পত্র ইস্যু

১৬।   নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের উন্নত প্রযুক্তিসেবা সরবরাহ সুবিধা বহির্ভূত?

     ক) পাস বই   খ) ATM কার্ড

     গ) হোম ব্যাংকিং     ঘ) অনলাইন ব্যাংকিং

১৭।   বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে তাদের আমানতকৃত অর্থের নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হয়। একে বলা হয়—

     ক) বিধিবদ্ধ রিজার্ভ খ) তারল্য

     গ) সাধারণ সঞ্চিতি ঘ) লভ্যাংশ তহবিল

১৮।   বাণিজ্যিক ব্যাংক কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে?

     i, ক্রেডিট কার্ড ইস্যু করে ii, চেকের মাধ্যমে

     iii, পে-অর্ডার ইস্যু করে

     নিচের কোনটি সঠিক?

     ক) i, ii     খ) i, iii

     গ) ii, iii     ঘ) i, ii ও iii

১৯।   বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস কোনটি?

     ক) ঋণকৃত তহবিল খ) পরিশোধিত মূলধন

     গ) জনগণের আমানত ঘ) সঞ্চিতি তহবিল

২০।   বাণিজ্যিক ব্যাংককে স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী বলা হয়। এর কারণ হলো—

     i. আর্থিক সামর্থ্য সীমিত

     ii. পরের অর্থের ব্যবসা করে

     iii. আমানতের বেশির ভাগই চাহিবামাত্র পরিশোধ্য

     নিচের কোনটি সঠিক?

     ক) i, ii     খ) i, iii

     গ) ii, iii     ঘ) i, ii ও iii

উত্তর মিলিয়ে নাও

১. খ ২. গ ৩. গ ৪. ক ৫. খ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. খ ১১. ঘ ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. ক ১৭. ক ১৮. ঘ ১৯. গ ২০. গ।মন্তব্য