kalerkantho

এসএসসি প্রস্তুতি

ব্যবসায় উদ্যোগ

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা   

২৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ব্যবসায় উদ্যোগ

১।         কোনো খ্যাতনামা কম্পানির নাম ব্যবহার এবং এর পণ্য তৈরি বা বিক্রয় করার অধিকারকে কী বলে?

            ক) কপিরাইট         খ) ফ্রানচাইজিং

            গ) পেটেন্ট            ঘ) লাইসেন্সিং

২।         সারা বিশ্বে কত তারিখে মেধাসম্পদ দিবস পালিত হয়?

            ক) ২৪ এপ্রিল        খ) ২৬ এপ্রিল

            গ) ২৩ জুন           ঘ) ২৫ জুন

৩।         স্বাতন্ত্র্যতা নিচের কোনটির মূল বিষয়?

            ক) নিবন্ধন            খ) কপিরাইট

            গ) পেটেন্ট            ঘ) ট্রেডমার্ক

৪।         ভবিষ্যতে অনিশ্চিত কোনো ক্ষতির বিপরীতে নির্দিষ্ট কিছু টাকা পরিশোধ করাকে কী বলে?

            ক) প্রিমিয়াম          খ) কমিশন

            গ) বোনাস            ঘ) বাট্টা

৫।         ফ্রানচাইজিং ব্যবসায়ের কয়টি পক্ষ থাকে?

            ক) ৫টি   খ) ৪টি

            গ) ৩টি    ঘ) ২টি

৬।         ট্রেডমার্কের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো—

            i. শিরোনাম                                               ii. লেবেল

            iii. মোড়ক

            নিচের কোনটি সঠিক?

            ক) i       খ) i, ii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

৭।         পণ্যের মাননিয়ন্ত্রণকারী দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি?

            ক) বিসিক            খ) বিএসটিআই

            গ) টিসিবি ঘ) বিটাক

৮।         কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়—

            i. চিত্রকর্ম                                     ii. নাটক

            iii. কম্পিউটার সফটওয়্যার

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii   খ) i, iii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

৯।         নিচের কোনটিকে নিশ্চয়তার চুক্তি বলা হয়?

            ক) জীবন বীমা       খ) নৌ-বীমা

            গ) অগ্নিবীমা          ঘ) শস্য বীমা

১০।       বাংলাদেশে কত সালের পেটেন্ট ও ডিজাইন আইন চালু আছে?

            ক) ১৯১১ খ) ১৯১২

            গ) ২০০৫            ঘ) ২০০৯

১১।       নিচের কোনটির ক্ষেত্রে ব্যক্তির জীবন বা সম্পত্তি বীমার বিষয়বস্তুর অন্তর্ভুক্ত?

            ক) অগ্নিবীমা          খ) দুর্ঘটনা বীমা

            গ) জীবন বীমা        ঘ) নৌ-বীমা

১২।       বর্তমানে বাংলাদেশে কত সালের বীমা আইন চালু আছে?

            ক) ১৯৩২            খ) ১৯৩৮

            গ) ২০০৯ ঘ) ২০১০

১৩।       বীমা ব্যবসায়ের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?

            ক) ঝুঁকিগত           খ) স্থানগত

            গ) অর্থগত            ঘ) কালগত

১৪।       আবিষ্কারক নিচের কোনটির মাধ্যমে তার আবিষ্কৃত পণ্যের নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা অধিকার লাভ করে?

            ক) কপিরাইট         খ) ট্রেডমার্ক                                   গ) ফ্রানচাইজিং       ঘ) পেটেন্ট

১৫।       ফ্রানচাইজিং ব্যবসায়ের অসুবিধা হলো—

            i. বেশি পরিমাণ বিনিয়োগ

            ii. পণ্য বাজারজাতকরণের সীমাবদ্ধতা

            iii. কড়া মনিটরিং

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii   খ) i, iii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

১৬।       নিচের কোনটিকে কম্পানির জন্ম পত্রিকা বলা হয়?

            ক) কার্যারম্ভের অনুমতিপত্র      খ) স্মারকলিপি

            গ) নিবন্ধনপত্র        ঘ) বিবরণপত্র

১৭।       নিচের কোন দলিলটি পাওয়ার পর প্রাইভেট লিমিটেড কম্পানি তাদের কাজ শুরু করতে পারে?

            ক) নিবন্ধনপত্র        খ) ট্রেড লাইসেন্স

            গ) কার্যারম্ভের অনুমতিপত্র      ঘ) চুক্তিপত্র

১৮।       বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন কোন মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা?

            ক) বাণিজ্য           খ) শিল্প

            গ) অর্থ    ঘ) তথ্য ও প্রযুক্তি

১৯।       যে ধরনের বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় তা হলো—

            i. জীবন বীমা                                             ii. অগ্ন্নিবীমা                                             iii. শস্য বীমা

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii   খ) i, iii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

২০।       মেধাসম্পদের অন্তর্ভুক্ত হলো—

            i. পেটেন্ট ii. কপিরাইট

            iii. সুনাম

            নিচের কোনটি সঠিক?

            ক) i       খ) ii

            গ) i, ii   ঘ) i, ii ও iii

উত্তর মিলিয়ে নাও

১. খ ২. খ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. খ ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. গ ।মন্তব্য