kalerkantho


এইচএসসি প্রস্তুতি

জীববিজ্ঞান প্রথম পত্র

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল   

২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০জীববিজ্ঞান প্রথম পত্র

           উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর

            দাও :

            মিলি পানিতে ভেসে যাওয়া কিছু সবুজ পিচ্ছিল বস্তু তুলে এনে বাটিতে পানির মধ্যে রেখে খাটের নিচে ঢেকে রাখল। কিছুদিন পর দেখল সেগুলো সাদাটে হয়ে গেছে।

১।         উদ্দীপকের বস্তুটির সাদাটে হওয়ার কারণ—

            ক) আলোর অনুপস্থিতি

            খ) খাবারের অপ্রাচুর্যতা

            গ) অক্সিজেনের স্বল্পতা

            ঘ) আবাসস্থলের পরিবর্তন

২।         উদ্দীপকে নির্দেশিত উদ্ভিদটি—

            i. সপুষ্পক            ii. স্বভোজী

            iii. থ্যালয়েড

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii   খ) i, iii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

            চিত্রটি লক্ষ করো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৩।         A চিহ্নিত অংশটির আকৃতি হবে যার মতো—

            ক) আপেল            খ) কমলা

            গ) নাশপাতি          ঘ) আঙুর

 

৪।         B চিহ্নিত অংশটি—

            ক) অঙ্গজ বংশবৃদ্ধি ঘটায়                                খ) খাদ্যরস শোষণ করে  গ) খাদ্য সঞ্চয় করে

            ঘ) দেহকে বস্তুর সঙ্গে আবদ্ধ রাখে

            চিত্রটি দেখো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৫।         উদ্দীপক A-এর ক্লোরোপ্লাস্ট কোন ধরনের?

            ক) জালিকাকৃতির    খ) তারকাকৃতির

            গ) গার্ডল আকৃতির   ঘ) সর্পিলাকৃতির

৬।         B উদ্দীপক A থেকে B উন্নত, কারণ B-

            ক) ভ্রূণ উৎপন্ন করে খ) পরিবহন টিস্যুযুক্ত

            গ) স্পোরোফাইটিক  ঘ) সমরেণুপ্রসূ

৭।         শৈবাল ফিলামেন্টের পাদদেশে অবস্থিত লম্বাকৃতির বর্ণহীন কোষের নাম কী?

            ক) হার্মোগোনিয়াম    খ) গ্যামেট

            গ) হোল্ডফাস্ট          ঘ) অ্যাকিনিটি

৮।         ইউলোথ্রিক্সে মায়োসিস ঘটে—

            ক) ফিলামেন্ট কোষে খ) জাইগোটে

            গ) হোল্ডফাস্টে         ঘ) গ্যামেটে

৯।         B শৈবালের চলনক্ষম স্পোরকে কী বলা হয়?

            ক) জুস্পোর          খ) অ্যাপ্লানোস্পোর

            গ) হিপনোস্পোর     ঘ) অটোস্পোর

১০। পামেলা দশা সৃষ্টিকারী শৈবাল কোনটি?

            ক) Chlamydomonas  খ) Volvox

            গ) Chlorococcus           ঘ) Vaucheria

উত্তর মিলিয়ে নাও

১. ক ২. গ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. ক।মন্তব্য