kalerkantho


এইচএসসি প্রস্তুতি

জীববিজ্ঞান প্রথম পত্র

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল   

১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০জীববিজ্ঞান প্রথম পত্র

Ulva শৈবালের দেহ লম্বা পাতার মতো

১।        শৈবাল ও ছত্রাক উভয়ই থ্যালোফাইটা বিভাগের অন্তর্গত। উভয়ের ক্ষেত্রে সাদৃশ্য কোনটি?

            i. উভয়ই প্রকৃত কোষী                                           ii. খাদ্য তৈরিতে সক্ষম

            iii. পরিবহন টিস্যু অনুপস্থিত

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii খ) i, iii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

            উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            রেহেনা তাদের বাড়ির দেয়াল থেকে এক ধরনের সবুজ ক্ষুদ্র উদ্ভিদ সংগ্রহ করল। উদ্ভিদটি শিক্ষককে দেখালে তিনি বললেন এটি এক প্রকার থ্যালয়েড অপুষ্পক উদ্ভিদ।

২।        রেহেনার সংগৃহীত উদ্ভিদটি হলো—

            ক) শৈবাল              খ) সায়ানোব্যাকটেরিয়া

            গ) ব্রায়োফাইট     ঘ) টেরিডোফাইট

৩।        উদ্দীপকের উদ্ভিদটির বৈশিষ্ট্য হলো—

            i. এটি হ্যাপ্লয়েড

            ii. সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান

            iii. জননাঙ্গ বহুকোষী

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii  খ) i, iii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

৪।        পাথরের গায়ে জন্মায় যে শৈবাল, তাকে  কী বলে?

            ক) হ্যালোফাইট   খ) লিথোফাইট

            গ) এপিফাইট      ঘ) জেরোফাইট

৫।        নিচের কোনটি এককোষী শৈবাল?

            ক) Chara          খ) Navicula

            গ) Zygnema     ঘ) Chaetophora

৬।        এককোষী সচল শৈবাল হলো—

            ক) Navicula     খ) Chlorella

            গ) Chlorococcus      ঘ) Chlamydomonas

৭।        এককোষী নিশ্চল শৈবাল হলো—

            ক) Navicula     খ) Chlorella

            গ) Chlorococcus                      ঘ) Chlamydomonas

৮।        কলোনি আকারে কোন শৈবাল থাকে

            ক) Navicula     খ) Chlorella

            গ) Volvox        ঘ) Chlamydomonas

৯।        শাখান্বিত শৈবাল কোনটি?

            ক) Chaetophora           খ) Spirogyra

            গ) Ulothrix       ঘ) Navicula

১০।      কোন শৈবালের দেহকে মূল, কাণ্ড ও পাতার ন্যায় অংশে বিভক্ত করা যায়।

            ক) Navicula     খ) Chlorella

            গ) Volvox        ঘ) Sargassum

১১।      পর্ব ও পর্বমধ্যবিশিষ্ট শৈবাল কোনটি?

            ক) Ulothrix      খ) Chlorella

            গ) Chara          ঘ) Volvox

১২।      কোন শৈবালের দেহ লম্বা পাতার মতো?

            ক) Ulothrix      খ) Ulva

            গ) Chara          ঘ) Volvox

১৩। কোনটি লোহিত শৈবাল?

            ক) Ulothrix      খ) Polysiphonia

            গ) Chaetophora            ঘ) Volvox sp  

১৪।      সবুজ শৈবালে কোন খাদ্য সঞ্চিত থাকে?

            ক) স্টার্চ

            খ) সায়ানো ফাইসিন স্টার্চ

            গ) ফ্লরিডিয়ান স্টার্চ           ঘ) ল্যামিনারিন স্টার্চ

১৫।      বহুকোষী ফিলামেন্টাস শৈবালের অঙ্গজ জনন ঘটে—

            ক) কোষবিভাজন  খ) খণ্ডায়ন

            গ) দ্বিবিভাজন      ঘ) স্পোর উৎপাদন

১৬।      ইউলোথ্রিক্সে মায়োসিস ঘটে—

            ক) ফিলামেন্ট কোষে    খ) জাইগোটে

            গ) হোল্ডফাস্টে          ঘ) গ্যামিটে

           উত্তর

১.গ ২. ক ৩. ঘ ৪. খ ৫. খ ৬. খ ৭. খ ৮. গ ৯. ক ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. খ।মন্তব্য