kalerkantho

এসএসসি মডেল টেস্ট

জীববিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন (মান : ২৫)

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল   

১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০জীববিজ্ঞান

১।         Bios শব্দের অর্থ কী?

            ক) জ্ঞান খ) পরিধি গ) জীবন   ঘ) সংখ্যা

২।         Nostoc কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

            ক) মনেরা             খ) প্রোটিস্টা

            গ) ফানজাই           ঘ) প্লান্টি

            চিত্র দুটি দেখে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৩।         চিত্র A-এর ‘R’ চিহ্নিত অংশে কী ঘটে?

            ক) সূর্যালোক আবদ্ধ হয়

            খ) উৎসেচক তৈরি হয়

            গ) রঞ্জক পদার্থ সংশ্লেষিত হয়

            ঘ) খাদ্য সঞ্চিত হয়

৪।         চিত্র A ও B-এর প্রদর্শিত অঙ্গাণুগুলো জীবের জন্য কেন গুরুত্বপূর্ণ?

            i. দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে

            ii. খাদ্য পরিবহন করে

            iii. খাদ্য উৎপাদনে অংশ নেয়

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii   খ) i, iii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

            চিত্র দুটি দেখে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৫।         X-চিত্রের টিস্যু—

            i. ভঙ্গুর ও অনমনীয়

            ii. ক্যালসিয়ামজাতীয় পদার্থ দিয়ে তৈরি

            iii. নরম ও নাজুক অঙ্গগুলো রক্ষা করে

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii   খ) i, iii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

৬।         X ও Y চিত্রের টিস্যুতে—

            i. মাতৃকার পরিমাণ বেশি

            ii. দৈহিক বৃদ্ধি ঘটে

            iii. চলন ও পরিবহনে সাহায্য হয়

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii   খ) i, iii

            গ) ii ও iii           ঘ) i, ii ও iii

            নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            একটি মাত্র কোষ থেকে বহুকোষী জীবের সৃষ্টি, এককোষী জীবদেহ থেকে অসংখ্য জীবদেহ এবং জননকোষ সৃষ্টি করে নতুন প্রজন্মের ধারা রক্ষা করে কোষ বিভাজন।

৭।         বহুকোষী জীব সৃষ্টির ক্ষেত্রে কোষ বিভাজনে—

            i. নতুন কোষে ক্রমোজম সংখ্যা সমান থাকে

            ii. ক্রমোজম মাত্র একবার বিভাজিত হয়

            iii. ভ্রূণের বৃদ্ধি ঘটে

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii   খ) i, iii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

৮।         জননকোষে বিভাজন অন্যান্য কোষ বিভাজন থেকে ভিন্নতর, ফলে—

            ক) অস্বাভাবিক কোষ সৃষ্টি হয়

            খ) দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটে

            গ) প্রজাতির ক্রমোজম সংখ্যা ধ্রুবক থাকে

            ঘ) দুটি অপত্য কোষ সৃষ্টি হয়

৯।         মাইটোকন্ড্রিয়া সবাত শ্বসনের কোন কোন ধাপের সঙ্গে সম্পর্কযুক্ত?

            ক) ১ম ও ২য়         খ) ১ম ও ৩য়

            গ) ২য় ও ৩য়         ঘ) ৩য় ও ৪র্থ

            উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            আমজাদের উচ্চতা ১৫০ সেন্টিমিটার, ওজন ৭২ কেজি।

১০।       আমজাদ সাহেবের BMI কত?

            ক) ৩২ খ) ৩৪.৯ গ) ৩৫  ঘ) ৩৯.৫

১১।       আমজাদ সাহেবের ক্ষেত্রে প্রযোজ্য—

            i. শরীরের ওজন অতিরিক্ত কম

            ii. বেছে খাদ্য গ্রহণ করা উচিত

            iii. নিয়মিত ব্যায়াম করা উচিত

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii   খ) i, iii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

            চিত্রটি দেখে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১২।       ‘B’ চিহ্নিত অংশের নাম কী?

            ক) মাড়ি  খ) মুকুট

            গ) সিমেন্ট            ঘ) অ্যানামেল

১৩।       ‘A’ চিহ্নিত অংশটিতে থাকে—

            i. ক্যালসিয়াম কার্বনেট

            ii. ক্যালসিয়াম ফসফেট ররর. ক্লোরাইড

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii   খ) i, iii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

            চিত্রটি দেখে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৪।       চিত্রে A চিহ্নিত প্রক্রিয়াটি—

            i. তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়

            ii. সালোকসংশ্লেষণে সহায়তা করে

            iii. CO2 নির্গমন হয়

            নিচের কোনটি সঠিক?

            ক) i, iii খ) i, ii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

১৫।       X চিহ্নিত অংশকে বলা হয়—

            ক) পত্ররন্ধ্র            খ) কিউটিকল

            গ) লেন্টিসেল         ঘ) সঙ্গীকোষ

            চিত্রটি দেখ ১৬-১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৬।       চিত্রের P চিহ্নিত অংশের নাম কী?

            ক) প্রক্সিমাল প্যাঁচানো নালিকা

            খ) ডিস্টাল প্যাঁচানো নালিকা

            গ) বোম্যান্স ক্যাপসুল

            ঘ) গ্লোমেরুলাস

১৭।       চিত্রের P ও W চিহ্নিত অংশকে একত্রে কী বলে?

            ক) বোম্যান্স ক্যাপসুল খ) রেনাল করপাসল

            গ) সংগ্রাহক নালিকা ঘ) অ্যাফারেন্ট অ্যার্টারিওল

১৮।       x, y ও Z চিহ্নিত অংশকে একত্রে কী বলে?

            ক) রেনাল টিউব্যুল খ) রেনাল করপাসল

            গ) রেনাল সিস্টেম    ঘ) রেনাল ক্যাপসুল

১৯।       নিচের কোন অংশটি বেশ শক্ত?

            ক) লিগামেন্ট         খ) টেনডন

            গ) ফাইবোব্লাস্ট       ঘ) তরুণাস্থি

            চিত্রটি দেখে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

২০।       একটি প্রকৃত ফল গঠনে অংশ নেয় কোনটি?

            i. P, Q              ii. S, Q 

            iii. R, P

            কোনটি সঠিক?

            ক) i, ii   খ) i, iii

            গ) ii, iii ঘ) i, ii ও iii

২১।       কোনটি পরিবর্তিত হয়ে শস্যকলা সৃষ্টি হয়?

            ক) S        খ) P  গ) Q  ঘ) R

            চিত্রের আলোক ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

২২।       P ও Q উভয়েরই—

            i. পাঁচ কার্বনযুক্ত শর্করা বিদ্যমান

            ii. পলিনিউক্লিওটাইডের গঠন বিদ্যমান

            iii. নাইট্রোজেন বেস থাকে

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii  খ) ii, iii  গ) i, iii  ঘ) i, ii ও iii

২৩।       P-তে বিদ্যমান—

            ক) Double helix খ) ইউরাসিল

            গ) তিন কার্বনবিশিষ্ট শর্করা

            ঘ) ট্রাই-নিউক্লিওটাইড

২৪। কোনটির মিথস্ক্রিয়ায় উভয়ে উপকৃত হয়?

            ক) বরইগাছ ও স্বর্ণলতা  খ) শিম ও রাইবোজিয়াম

            গ) কলমিলতা ও সুপারিগাছ ঘ) শেওলা ও লিচুগাছ

২৫।       জিন প্রকৌশলে কিসের পরীক্ষা করা হয়?

            ক) Length         খ) Toxicity

            গ) Velocity       ঘ) Weight

            উত্তর : ১. গ ২. ক ৩. ক ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. গ ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. ঘ ২১. খ ২২. ঘ ২৩. ক ২৪. খ ২৫. খ।মন্তব্য